মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
A
প্রবোধচন্দ্রিকা
B
রাজাবলী
C
বেদান্তচন্দ্রিকা
D
বত্রিশ সিংহাসন
উত্তরের বিবরণ
বত্রিশ সিংহাসন
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
এটি একটি কাহিনি সংকলন (অনুবাদিত), প্রকাশকাল ১৮০২।
বাংলা গদ্যের আদিপর্বে এর বিশেষ স্থান রয়েছে।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
তিনি সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
উইলিয়াম কেরির সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত হন।
তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতা ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
বত্রিশ সিংহাসন
রাজাবলী
হিতোপদেশ
বেদান্তচন্দ্রিকা
প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

0
Updated: 5 days ago
কোনটি গোবিন্দদাসের উপাধি?
Created: 1 week ago
A
কবিরাজ
B
কবিকঙ্কণ
C
কবীন্দ্র
D
ক ও গ উভয়ই
গোবিন্দদাস
-
বৈষ্ণব পদকর্তা
-
জন্ম: পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকট তেলিয়াবুধুরি গ্রাম
-
শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে বৈষ্ণবপদ রচনায় খ্যাতি অর্জন
-
কাব্যগুরু: বিদ্যাপতি (মিথিলার কবি)
-
বিদ্যাপতির ভাবশিষ্য
-
উপাধি: ‘কবীন্দ্র’, ‘কবিরাজ’ (শ্রীজীব গোস্বামী প্রদত্ত)
অন্য তথ্য
-
রাজা রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি প্রদান করেন

0
Updated: 1 week ago
'কবিতা' পত্রিকা'র সাথে যুক্ত ছিলেন -
Created: 1 week ago
A
বুদ্ধদেব বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
সবগুলোই
‘কবিতা’ পত্রিকা
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
সহ-সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু:
-
শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য
-
আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ উল্লেখযোগ্য কবিই এই পত্রিকায় লিখেছেন
-

0
Updated: 1 week ago
অক্ষয়কুমার অবসর নিলে 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক হন কে?
Created: 5 days ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
দেবেন্দ্রনাথ ঠাকুর
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
✦ তত্ত্ববোধিনী পত্রিকা
-
প্রকাশকাল: ১৬ আগস্ট, ১৮৪৩ খ্রিস্টাব্দে।
-
প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত।
-
সম্পাদনা দায়িত্বকাল: অক্ষয়কুমার দত্ত ১৮৪৩ – ১৮৫৫ পর্যন্ত।
-
বৈশিষ্ট্য:
-
উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা।
-
বাঙালি সমাজে জাগরণ ও আধুনিক চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
-
পরবর্তী সম্পাদক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
বিশেষ তথ্য: অক্ষয়কুমারের সম্পাদনা-কালকে পত্রিকার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 5 days ago