'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
A
১৭৮০ সালে
B
১৭২০ সালে
C
১৭৭৮ সালে
D
১৭৬৯ সালে
উত্তরের বিবরণ
অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
-
লেখক: ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
প্রকাশকাল: ১৭৭৮ খ্রিস্টাব্দ
-
প্রকাশস্থল: হুগলি
-
ভাষা: ইংরেজি
-
বিশেষত্ব:
-
বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ।
-
উদাহরণসহ বাংলা পাঠ এবং বাংলা লিপি ব্যবহার করে প্রথম বৈয়াকরণিক গ্রন্থ।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকেরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন।
-
✦ ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১–১৮১৫)
-
জন্ম: ১৭৫১ সালের ২৫ মে, লন্ডনের উচ্চ মধ্যবিত্ত পরিবারে।
-
পরিচয়: প্রাচ্যবিদ, বৈয়াকরণিক।
-
অবদান:
-
প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণে উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ এবং লিপি প্রয়োগ করেন।
-
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণের প্রতিষ্ঠা।
-

0
Updated: 1 month ago
'কবিকণ্ঠহার' কার উপাধি?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
জ্ঞানদাস
D
বিদ্যাপতি
• বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- 'মৈথিল কোকিল' বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
ভারত
B
জাপান
C
চীন
D
যুক্তরাষ্ট্র
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার – যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র।
-
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
মোট রপ্তানির ১৭% এই বাজারের জন্য।
-
যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের পণ্যের ৮৭% হলো তৈরি পোশাক।
-
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় স্থানে রয়েছে।
-
একই সময়ে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে।

0
Updated: 2 months ago
'লাইলী মজনু' কাব্যের মূল উপাখ্যান কোন দেশের?
Created: 2 months ago
A
পাকিস্থান
B
ইরান
C
ইরাক
D
শামদেশ
লায়লী মজনু
-
লায়লী মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান।
-
রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে—আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালের মধ্যে, আর মুহম্মদ শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
-
এটি পারস্যের কবি জামি-এর লায়লী ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ।
-
কাব্যের উপাখ্যানের দেশ ইরান।
-
এতে আধ্যাত্মিকতার তুলনায় মানবিক প্রবৃত্তি বেশি প্রাধান্য পেয়েছে।
-
কাহিনির প্রধান চরিত্র আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

0
Updated: 2 months ago