'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
বদরুদ্দীন উমর
C
মোতাহের হোসেন চৌধুরী
D
মোহাম্মদ নজিবর রহমান
উত্তরের বিবরণ
✦ বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান
-
ধরণ: আঞ্চলিক ভাষার সংকলন গ্রন্থ।
-
বিষয়: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার অভিধান ও সংকলন।
-
সম্পাদনা: ড. মুহম্মদ শহীদুল্লাহ
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ খ্রিস্টাব্দে
-
গুরুত্ব: বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ হিসেবে এটি প্রথম।
✦ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫–১৯৬৯)
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রাম।
-
পরিচয়: শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
-
শিক্ষাজীবন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (তুলনামূলক ভাষাতত্ত্ব, ১৯১২)
-
বি.এল ডিগ্রি (১৯১৪)
-
১৯২৬ সালে ইউরোপে উচ্চশিক্ষা।
-
-
বিশেষত্ব: বহুভাষাবিদ; ১৮টি ভাষা জানতেন, ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে স্বচ্ছন্দে কাজ করেছেন।
✦ উল্লেখযোগ্য রচনা
-
বাংলা সাহিত্যের কথা
-
ভাষা ও সাহিত্য
-
বাংলা ভাষার ইতিবৃত্ত

0
Updated: 1 month ago
’মুনতাসির ফ্যান্টাসি’ ও ‘কিত্তনখোলা’ নাটকদ্বয়ের রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
সেলিম আল দীন
B
আবদুল্লাহ আল মামুন
C
কবীর চৌধুরী
D
আলাউদ্দিন আল আজাদ
সেলিম আল দীন
-
জন্ম: ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর, তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে।
-
প্রারম্ভে তিনি কবিতা লিখতেন।
-
১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত ‘নীল শয়তান: তাহিতি ইত্যাদি’ নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করেন।
সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কিত্তনখোলা
-
হাতহদাই
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
নিমজ্জন ইত্যাদি

0
Updated: 4 weeks ago
'সাহিত্যরত্ন' উপাধিটি কার?
Created: 1 month ago
A
মোহাম্মদ নজিবর রহমান
B
গোবিন্দচন্দ্র দাস
C
আবুল হোসেন
D
মোহাম্মদ মোজাম্মেল হক
✦ মোহাম্মদ নজিবর রহমান (আনুমানিক ১৮৬০ – ?)
-
পরিচয়: ঔপন্যাসিক।
-
জন্ম: আনুমানিক ১৮৬০ খ্রিস্টাব্দে।
-
অনুপ্রেরণা: ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ প্রেরণায় সাহিত্যচর্চায় ব্রতী হন।
-
সাহিত্যকীর্তি:
-
গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ চিত্রায়ণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
-
তাঁর প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
-
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
✦ মোহাম্মদ নজিবর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস
-
আনোয়ারা (প্রথম সামাজিক উপন্যাস ও সর্বাধিক জনপ্রিয় রচনা)
✦ অন্যদিকে
-
মোহাম্মদ মোজাম্মেল হক → বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কাব্যকণ্ঠ উপাধি লাভ করেন।

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন -
Created: 1 month ago
A
বিজন ভট্টাচার্য
B
শামসুর রহমান
C
গােবিন্দচন্দ্র দাস
D
নবীনচন্দ্র সেন
গােবিন্দচন্দ্র দাস:
- গােবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন।
- কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।
তাঁর কাব্যগ্রন্থ:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।

0
Updated: 1 month ago