A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 5 days ago
‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।’ - উক্তিটির রচয়িতা কে?
Created: 5 days ago
A
বদরুদ্দীন উমর
B
মোতাহের হোসেন চৌধুরী
C
আব্দুল্লাহ আল মামুন
D
কাজী মোতাহের হোসেন
✦ শিক্ষা ও মনুষ্যত্ব (প্রবন্ধ)
-
উৎস: সংস্কৃতি কথা (১৯৫৮) প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত।
-
প্রবন্ধের বিখ্যাত উক্তি: “লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।”
-
মূল ভাব:
-
শিক্ষা শুধু বাহ্যিক সাজসজ্জা নয়।
-
লেখক শিক্ষার ব্যক্তিগত উন্নতি এবং সামগ্রিক সামাজিক সুফল প্রত্যাশা করেছেন।
-
✦ মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৭)
-
জন্ম: নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
পরিচয়: শিক্ষাবিদ, লেখক, প্রবন্ধকার।
-
বৈশিষ্ট্য:
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর প্রভাব, আর মননে রবীন্দ্রনাথের প্রভাব।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুক্তবুদ্ধিচর্চা, উদার মানবতাবাদ ও মননশীল প্রবন্ধরচনার জন্য বিশেষ খ্যাতি।
-
-
প্রধান প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতি কথা।
-
ভাবানুবাদ গ্রন্থ:
-
সুখ → Bertrand Russell এর The Conquest of Happiness।
-
সভ্যতা → Clive Bell এর Civilization।
-
✦ নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা

0
Updated: 5 days ago
নুরুল মোমেন রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 week ago
A
রূপান্তর
B
রূপলেখা
C
নেমেসিস
D
আলোছায়া
নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন।
- ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়। তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'। ১৯৪৮ সালে ‘বহুরূপা’ নামক রম্যরচনাটি প্রকাশিত হয়।
নুরুল মোমেন রচিত অন্যান্য রম্যগ্রন্থ হলো:
- নরসুন্দর,
- হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।
নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ:
- নেমেসিস,
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।

0
Updated: 1 week ago
জনসংখ্যা নীতি ২০২৫ অনুসারে, বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কত জন বাস করে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১০১৯ জন
B
১১১৯ জন
C
১২২৯ জন
D
১৩১৯ জন
বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০২৫
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫
-
প্রকাশক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
-
রূপকল্প:
“জনসংখ্যার পরিকল্পিত উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও জনমিতির লভ্যাংশ অর্জন করা এবং একটি সুস্থ, সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।” -
মূল তথ্য:
-
জনঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিলোমিটার
-
মোট প্রজনন হার (TFR): ২.৩
-
শিশুমৃত্যু হার: ৩১ প্রতি ১,০০০ জীবিত জন্ম
-
মাতৃমৃত্যু হার: ১৩৫ প্রতি ১ লাখ জনসংখ্যা
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর বেকারত্ব: ৩.৬৪%
-
-
উদ্দেশ্য: জনসংখ্যার সুষ্ঠু পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা।

0
Updated: 2 weeks ago