'তিতাস একটি নদীর নাম' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
A
সত্যজিৎ রায়
B
গৌতম ঘোষ
C
ঋত্বিক ঘটক
D
মৃণাল সেন
উত্তরের বিবরণ
✦ তিতাস একটি নদীর নাম (উপন্যাস)
-
লেখক: অদ্বৈত মল্লবর্মণ
-
প্রথম প্রকাশ:
-
১৩৫২ বঙ্গাব্দে (মোহাম্মদী পত্রিকায় ধারাবাহিক আকারে)
-
গ্রন্থাকারে: ১৯৫৬ সালে
-
-
চলচ্চিত্র: ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
-
কাহিনি:
-
কুমিল্লা জেলার তিতাস নদীতীরবর্তী ধীবর (জেলে) সমাজের জীবনযাপন, রীতিনীতি, ধর্ম-সংস্কার ও উৎসবের কাহিনি।
-
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয়, বরং একটি নদী—“তিতাস”।
-
-
প্রধান চরিত্র:
-
কিশোর
-
সুবল
-
অনন্ত
-
তিলক
-
বাসন্তী
-
মনমালী
-

0
Updated: 1 month ago
'গাহি’ সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান' - পঙ্ক্তিটি কোন কবিতার অংশ?
Created: 1 month ago
A
মানুষ
B
সাম্যবাদী
C
সর্বহারা
D
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা
আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা থেকে গৃহীত।
‘মানুষ’ কবিতাটি তাঁর ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে।
উদ্ধৃত পঙক্তি:
গাহি সাম্যের গান–
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
অগ্নি-বীণা
সঞ্চিতা
চিত্তনামা
মরুভাস্কর
সর্বহারা
ফণি-মনসা
চক্রবাক
সাম্যবাদী
ছায়ানট
নতুন চাঁদ
পুবের হাওয়া
জিঞ্জির
বাষের বাঁশি
দোলনচাঁপা
সিন্ধু হিন্দোল
ভাঙার গান
সন্ধ্যা ইত্যাদি

0
Updated: 1 month ago
‘পদ্ম-গোখরো’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
রিক্তের বেদন
B
ঝিলিমিলি
C
ব্যথার দান
D
শিউলিমালা
শিউলিমালা
-
প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দ, কার্তিক (১৯৩১)
-
গল্পগুলো:
-
পদ্ম-গোখরো
-
জিনের বাদশা
-
অগ্নি-গিরি
-
শিউলিমালা
-
অন্যান্য গল্পগ্রন্থ
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
উল্লেখ্য
-
ঝিলিমিলি: নজরুল রচিত তিনটি ছোট নাটকের সংকলন

0
Updated: 1 month ago
হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
কাফনে মোড়া অশ্রুবিন্দু
B
বাতাসে লাশের গন্ধ
C
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
D
বন্দী শিবির থেকে
‘কফিনে মোড়া অশ্রুবিন্দু’
-
রচয়িতা: হুমায়ূন আজাদ
-
এটি একটি কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯৯৮ সালে।
হুমায়ূন আজাদ
-
জন্ম: ২৮ এপ্রিল ১৯৪৭, রাড়িখাল, বিক্রমপুর
-
পেশা: কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী
-
প্রকাশিত প্রথম কাব্য: অলৌকিক ইস্টিমার (১৯৭৩)
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: জ্বলো চিতাবাঘ (১৯৮৩)
হুমায়ূন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
অলৌকিক ইস্টিমার
-
জ্বলো চিতাবাঘ
-
যতোই গভীরে যাই মধু
-
যতোই উপরে যাই নীল
-
সবকিছু নষ্টদের অধিকারে যাবে
-
কফিনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি
অন্যান্য সমসাময়িক কাব্যগ্রন্থ
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ: বাতাসে লাশের গন্ধ
-
শামসুর রাহমান: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, বন্দী শিবির থেকে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago