অক্ষয়কুমার অবসর নিলে 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক হন কে?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
দেবেন্দ্রনাথ ঠাকুর
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
✦ তত্ত্ববোধিনী পত্রিকা
-
প্রকাশকাল: ১৬ আগস্ট, ১৮৪৩ খ্রিস্টাব্দে।
-
প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত।
-
সম্পাদনা দায়িত্বকাল: অক্ষয়কুমার দত্ত ১৮৪৩ – ১৮৫৫ পর্যন্ত।
-
বৈশিষ্ট্য:
-
উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা।
-
বাঙালি সমাজে জাগরণ ও আধুনিক চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
-
পরবর্তী সম্পাদক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
বিশেষ তথ্য: অক্ষয়কুমারের সম্পাদনা-কালকে পত্রিকার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 1 month ago
কোনটি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ নয়?
Created: 2 weeks ago
A
তেল নুন লকড়ি
B
নীললোহিত
C
রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা
D
বীরবলের হালখাতা
‘রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’ গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত নয়; এটি রচনা করেন ছন্দবিশারদ, ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন। অপরদিকে, তেল নুন লকড়ি, নীললোহিত ও বীরবলের হালখাতা গ্রন্থ তিনটির রচয়িতা হলেন প্রমথ চৌধুরী।
-
প্রমথ চৌধুরী ছিলেন সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, যেখানে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
-
তিনি ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন।
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত

0
Updated: 2 weeks ago
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক কে?
Created: 1 month ago
A
স্বর্ণকুমারী দেবী
B
বেগম রোকেয়া
C
সুফিয়া কামাল
D
প্রভাবতী দেবী
স্বর্ণকুমারী দেবী এবং তাঁর সাহিত্যকর্ম
-
বিশেষত্ব: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক
-
সম্পর্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা
-
সম্পাদকীয় কার্যক্রম: দীর্ঘ ৩০ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক
-
প্রথম উপন্যাস: দীপনির্বাণ
-
প্রধান উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
-
-
কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
-
-
নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
-

0
Updated: 1 month ago
ইউসুফ জুলেখা কাব্য কে রচনা করেছেন?
Created: 1 month ago
A
শাহ মুহম্মদ সগীর
B
কোরেশী মাগন ঠাকুর
C
দৌলত কাজী
D
আলাওল
• শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- অনুবাদ সাহিত্যে বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ্ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম - ইউসুফ-জুলেখা।
- তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।

0
Updated: 1 month ago