বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন -
A
বিজন ভট্টাচার্য
B
শামসুর রহমান
C
গােবিন্দচন্দ্র দাস
D
নবীনচন্দ্র সেন
উত্তরের বিবরণ
গােবিন্দচন্দ্র দাস:
- গােবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন।
- কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।
তাঁর কাব্যগ্রন্থ:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।

0
Updated: 1 month ago
’সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
ফররুখ আহমদ
B
আহসান হাবিব
C
হাসান হাফিজুর রহমান
D
শামসুর রাহমান
ফররুখ আহমদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি, যিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। তাঁর কাব্যের মূল লক্ষ্য ছিল মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন এবং জাতীয় চেতনার পুনর্জাগরণ। পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ এবং আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ফররুখ আহমদ হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার এবং পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
উৎস:

0
Updated: 1 month ago
'এর উপায় কি?' প্রহসনটির রচয়িতার নাম কী?
Created: 4 weeks ago
A
দীনবন্ধু মিত্র
B
মীর মশাররফ হোসেন
C
মাইকেল মধুসূদন দত্ত
D
প্যারীচাঁদ মিত্র
‘এর উপায় কী’ – প্রহসন
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: প্রথম ১৮৭৫, দ্বিতীয় প্রকাশ ১৮৯২
-
বিষয়: উনিশ শতকের এক শ্রেণির লোকের নৈতিক অবক্ষয়—স্ত্রীর প্রতি অবহেলা, মদ ও পতিতাবৃত্তিতে আকর্ষণ—লেখক প্রহসনের মাধ্যমে একটি ঘটনাকে তুলে ধরেছেন
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
রাধাকান্ত
-
মুক্তকেশী
-
নয়নতারা
-
ইয়ার মদন
-
মীর মশাররফ হোসেন
-
জীবন: জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
নাটক:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
-
উপন্যাস:
-
বিষাদ সিন্ধু
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
-

0
Updated: 4 weeks ago
মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
Created: 4 weeks ago
A
গদ্যনির্ভর
B
ধর্মনির্ভর
C
কল্পনানির্ভর
D
রূপকথানির্ভর
মধ্যযুগ বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্তকালকে বোঝায়। এই সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিকতা, যেখানে মানবতার গুরুত্ব তুলনামূলকভাবে গৌণ।
মধ্যযুগের প্রধান সাহিত্যধারা এবং বৈশিষ্ট্যসমূহ:
-
বৈষ্ণব সাহিত্য
-
মঙ্গলকাব্য
-
শাক্তপদ
-
অনুবাদ সাহিত্য
-
নাথ সাহিত্য
-
জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য
-
লোক সাহিত্যধারা
বিশেষ দ্রষ্টব্য:
-
বৈষ্ণব সাহিত্যধারা মধ্যযুগের সাহিত্যে পরিমাণ ও গুণের দিক থেকে সমৃদ্ধ।
-
লোক সাহিত্যধারা ব্যতিক্রমী, কারণ এতে ধর্ম বা দেব-দেবীর চেয়ে মানুষের গুরুত্ব বেশি, এবং মানবিক প্রণয় ও কামনাকে মূল বিবেচনা করা হয়েছে।
উৎস:

0
Updated: 4 weeks ago