‘কপালকুণ্ডলা’ উপন্যাসের চরিত্র নয় কোনটি?
A
কাপালিক
B
নবকুমার
C
কুমুদিনী
D
কুপালকুণ্ডলা
উত্তরের বিবরণ
✦ কপালকুণ্ডলা (উপন্যাস)
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৬ খ্রিস্টাব্দে (বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস)
-
ধরণ: নিগূঢ় ভাবসঙ্গতির কারণে ‘রোমান্স’ শ্রেণির উপন্যাস।
-
কাহিনি:
-
অরণ্যে কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে রচিত।
-
কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের বিবাহ এবং তার সমাজ-সংস্কারবিরোধী অবস্থানের দ্বন্দ্বই মূল ঘটনা।
-
প্রকৃতির সৌন্দর্য, রহস্যময়তা ও ট্র্যাজিক পরিণতি উপন্যাসটিকে বিশেষ স্মরণীয় করে তুলেছে।
-
-
বৈশিষ্ট্য:
-
সম্রাট জাহাঙ্গিরের আমলের আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্রের বর্ণনা একত্রে পাওয়া যায়।
-
বঙ্কিমের জীবদ্দশায় উপন্যাসটির আটটি সংস্করণ প্রকাশিত হয়।
-
অনেক সমালোচকের মতে, এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস।
-
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
কপালকুণ্ডলা
-
নবকুমার
-
কাপালিক
-
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘কুমুদিনী’ কপালকুণ্ডলার চরিত্র নয়; এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।
-
✦ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮–১৮৯৪)
-
পরিচয়: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম পুরুষ।
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
উপাধি: বাংলা উপন্যাসের জনক।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস।
-
প্রথম উপন্যাস: দুর্গেশনন্দিনী (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস)।
ত্রয়ী উপন্যাস
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
অন্যান্য উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ

0
Updated: 1 month ago
’উন্নাসিক’ শব্দটির অর্থ কী?
Created: 1 month ago
A
দিবা রাত্রি ঘুমায় যে
B
অবহেলায় দিন কাটায় যে
C
অবজ্ঞায় নাক উঁচু করে যে
D
অলসতায় সময় কাটায় যে
বাংলা একাডেমি কর্তৃক প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’উন্নাসিক’ একটি সংস্কৃত শব্দ এবং এটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। শব্দটির অর্থ হলো—
-
অবজ্ঞাভরে নাক উঁচু করে এমন
-
দাম্ভিক
-
সবকিছুকেই তুচ্ছ জ্ঞান করে এমন
-
খুঁতখুঁতে
-
ঘ্রাণ গ্রহণে আগ্রহী
উৎস:

0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
নরকে লাল গোলাপ
C
একুশের গল্প
D
আরেক ফাল্গুন
কবর নাটক
-
রচয়িতা: অধ্যাপক মুনীর চৌধুরী
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
বিশেষত্ব: ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক
-
উৎপত্তি:
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে তিনি নাটকটি রচনা করেন।
-
অন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক: আলাউদ্দীন আল আজাদ, নরকে লাল গোলাপ
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস: জহির রায়হান, আরেক ফাল্গুন
মুনীর চৌধুরী
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ
-
পেশা: শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক
-
রাজনীতি: বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
লৌকিক শ্রেণির মঙ্গলকাব্য কোনটি?
Created: 3 weeks ago
A
গৌরীমঙ্গল
B
অন্নদামঙ্গল
C
ভবানীমঙ্গল
D
মনসামঙ্গল
লৌকিক মঙ্গলকাব্য, বিশেষ করে মনসামঙ্গল, বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের মঙ্গলকাব্যগুলোতে সাধারণত স্থানীয় দেবদেবী, লৌকিক বিশ্বাস ও সামাজিক রীতিনীতি প্রতিফলিত হয়।
-
লৌকিক মঙ্গলকাব্য বলতে বোঝায়, লোকায়ত দেবদেবী বা স্থানীয় দেবতা ও বিশ্বাসকে কেন্দ্র করে রচিত মঙ্গলকাব্য।
-
মঙ্গলকাব্যগুলোকে শ্রেণিগতভাবে দুটি ভাগে বিভক্ত করা যায়: পৌরাণিক এবং লৌকিক।
পৌরাণিক শ্রেণির মঙ্গলকাব্য এর মধ্যে উল্লেখযোগ্য:
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
অন্নদামঙ্গল
-
কমলামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল
লৌকিক শ্রেণির মঙ্গলকাব্য এর মধ্যে উল্লেখযোগ্য:
-
শিবায়ন বা শিবমঙ্গল
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বা বিদ্যাসুন্দর)
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সারদামঙ্গল
-
সূর্যমঙ্গল

0
Updated: 3 weeks ago