'সাহিত্যরত্ন' উপাধিটি কার?
A
মোহাম্মদ নজিবর রহমান
B
গোবিন্দচন্দ্র দাস
C
আবুল হোসেন
D
মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তরের বিবরণ
✦ মোহাম্মদ নজিবর রহমান (আনুমানিক ১৮৬০ – ?)
-
পরিচয়: ঔপন্যাসিক।
-
জন্ম: আনুমানিক ১৮৬০ খ্রিস্টাব্দে।
-
অনুপ্রেরণা: ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ প্রেরণায় সাহিত্যচর্চায় ব্রতী হন।
-
সাহিত্যকীর্তি:
-
গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ চিত্রায়ণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
-
তাঁর প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
-
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
✦ মোহাম্মদ নজিবর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস
-
আনোয়ারা (প্রথম সামাজিক উপন্যাস ও সর্বাধিক জনপ্রিয় রচনা)
✦ অন্যদিকে
-
মোহাম্মদ মোজাম্মেল হক → বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কাব্যকণ্ঠ উপাধি লাভ করেন।

0
Updated: 1 month ago
বিহারীলাল চক্রবর্তীর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
সারদামঙ্গল
B
বঙ্গসুন্দরী
C
বন্ধু বিয়োগ
D
স্বপ্নদর্শন
‘সারদামঙ্গল’ কাব্য
-
‘সারদামঙ্গল’ (১৮৭৯) কবি বিহারীলাল চক্রবর্তীর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
-
এটি প্রথম প্রকাশিত হয়েছিল আর্যদর্শন পত্রিকায়।
-
আখ্যানকাব্য হলেও এর আখ্যানবস্তু খুব সামান্য; মূলত এটি একটি গীতিকবিতাধর্মী কাব্য।
-
কাব্যগ্রন্থটি মোট পাঁচটি সর্গে বিভক্ত।
-
‘ভোরের পাখি’ খ্যাত রোমান্টিক কবি বিহারীলাল এই কাব্যে প্রিয়তমার রূপে দেবী সারদার অনুসন্ধান করেছেন।
-
গ্রন্থটি আধুনিক বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃত।
রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন
রবীন্দ্রনাথ লিখেছিলেন—
"সূর্যাস্ত কালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মত সারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধরূপের আভাস দেয়। কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিণী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে।"
বিহারীলাল চক্রবর্তীর অন্যান্য কাব্যগ্রন্থ
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বঙ্গসুন্দরী
-
নিসর্গ সন্দর্শন
-
বন্ধু বিয়োগ
-
সারদামঙ্গল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘সারদামঙ্গল’ কাব্য

0
Updated: 1 month ago
’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’-এটি কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
খণ্ডবাক্য
B
জটিল বাক্য
C
যৌগিক বাক্য
D
সরল বাক্য
বাক্য ’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’ হলো জটিল বাক্য।
জটিল বাক্য সেই ধরনের বাক্য, যেখানে অধীন বাক্যগুলোকে যুক্ত করার জন্য বিশেষ সাপেক্ষ সর্বনাম বা যোজক ব্যবহৃত হয়। সাধারণ উদাহরণ হলো—
-
সাপেক্ষ সর্বনাম: যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা ইত্যাদি
-
সাপেক্ষ যোজক: যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন ইত্যাদি
উদাহরণ:
-
যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
-
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
-
যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
উৎস:

0
Updated: 1 month ago
কোনটি জহির রায়হানের রচনা?
Created: 4 weeks ago
A
সারেং বৌ
B
ক্রীতদাসের হাসি
C
বরফ গলা নদী
D
কাঁদো নদী কাঁদো
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনি জেলায়।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
পেশা: প্রখ্যাত কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
-
চলচ্চিত্র সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ:
-
প্রথম রঙিন চলচ্চিত্র: ‘সঙ্গম’
-
পরিচালিত প্রথম চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘কাঁচের দেয়াল’ নিগার পুরস্কার লাভ।
-
উপন্যাস:
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু
উল্লেখ্য অন্যান্য সাহিত্যকর্ম:
-
সারেং বৌ – শহীদুল্লাহ কায়সার
-
ক্রীতদাসের হাসি – শওকত ওসমান
-
কাঁদো নদী কাঁদো – সৈয়দ ওয়ালীউল্লাহ

0
Updated: 4 weeks ago