A
লোহিত রক্ত কণিকা
B
শ্বেত রক্ত কণিকা
C
অনুচক্রিকা
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
লিউকেমিয়া (Blood Cancer):
-
নিউমোনিয়া, প্লেগ, কলেরা ইত্যাদি সংক্রমণজনিত রোগে শ্বেত রক্তকণিকার (WBC) সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।
-
তবে যদি এই সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে প্রতি ঘন মিলিলিটার রক্তে ৫০,০০০ থেকে ১০,০০০,০০০ পর্যন্ত পৌঁছে যায়, তখন তাকে লিউকেমিয়া বা রক্ত ক্যান্সার বলা হয়।
শ্বেত রক্তকণিকা (WBC / Leucocyte):
-
এদের নির্দিষ্ট আকার নেই।
-
শ্বেত রক্তকণিকাগুলো হিমোগ্লোবিনবিহীন, কিন্তু নিউক্লিয়াসযুক্ত বড় কোষ।
-
গড় আয়ু ১ থেকে ১৫ দিন।
-
হিমোগ্লোবিন না থাকায় এগুলো বর্ণহীন বা সাদা, তাই “শ্বেত রক্তকণিকা” নামে পরিচিত।
-
ইংরেজিতে একে White Blood Cell (WBC) বলা হয়।
-
রক্তে RBC (লাল রক্তকণিকা)-এর তুলনায় WBC-এর সংখ্যা অনেক কম।
-
শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তা ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে।
উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago