কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 1 month ago
হরপ্রসাদ শাস্ত্রী কত সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
Created: 1 month ago
A
১৯১৭ সালে
B
১৯০৭ সালে
C
১৯১৬ সালে
D
১৯০৫ সালে
চর্যাপদ
-
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন।
-
১৮৮২ সালে Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রথম প্রকাশ করেন।
-
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদের কতকগুলো পদ আবিষ্কার করেন।
-
তাঁর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) চারটি পুঁথি একত্রে ‘হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে প্রকাশ করে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
ফোর্ট উইলিয়ম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৭৯৩ সালে
B
১৮০০ সালে
C
১৮০১ সালে
D
১৯০০ সালে
ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা:
-
লর্ড ওয়েলেসলী ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
ভাষা ও শিক্ষা কার্যক্রম:
-
বাংলাসহ ভারতের বহু ভাষা শিক্ষা ও প্রসারের জন্য কলেজ প্রতিষ্ঠা করা হয়।
-
উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
১৮০১ সালের মে মাসে উইলিয়ম কেরী বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
-
১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে 'দুঃখের কবি' বলে আখ্যায়িত করেছেন?
Created: 3 weeks ago
A
মুকুন্দরাম চক্রবর্তীকে
B
চণ্ডীদাসকে
C
জ্ঞানদাসকে
D
কানাহরি দত্তকে
চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। তাঁর কবিতায় দুঃখ, মানবতা ও ভক্তির চিত্র প্রধানভাবে প্রতিফলিত হয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।
-
চণ্ডীদাসকে মধ্যযুগের প্রসিদ্ধ কবি হিসেবে বিবেচনা করা হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘দুঃখের কবি’ হিসেবে অভিহিত করেছেন।
-
চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
-
এ নামে চারজন কবির পরিচয় পাওয়া গেছে: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস।
-
চণ্ডীদাস ছিলেন বৈষ্ণব কবি, চৈতন্যপূর্ব যুগের, এবং জাতিতে ব্রাহ্মণ।
অন্যদিকে, মুকুন্দরাম চক্রবর্তীকে ‘দুঃখ বর্ণনার কবি’ বলা হয়।

0
Updated: 3 weeks ago