'ভিখু ও পাঁচী' চরিত্র দুটির স্রষ্টা কে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
প্রাগৈতিহাসিক গল্প
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
-
প্রধান চরিত্র: ভিখু ও পাঁচী।
-
মূলভাব:
-
মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
-
জৈব ক্ষুধার জন্য মানুষ পশুত্বে পর্যবসিত হতে পারে—এ কথাই গল্পে প্রতিফলিত।
-
মানুষের জৈব প্রেরণা আদিম প্রবৃত্তি, যা জন্মগতভাবে কামনা-বাসনার সঙ্গে যুক্ত।
-
ভিখু ও পাঁচী তাদের জৈব তাড়না সন্তানদের মধ্যেও সঞ্চারিত করবে—এই ধারাই গল্পকে "প্রাগৈতিহাসিক" করে তোলে।
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প
-
অতসী মামী
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
হলুদ পোড়া
-
ভেজাল
-
ছোট বকুলপুরের যাত্রী
-
আত্মহত্যার অধিকার ইত্যাদি

0
Updated: 1 month ago
'ঠাকুর বাড়ির আঙিনায়' স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
জসীম উদ্দীন
C
নির্মলেন্দু গুণ
D
জীবনানন্দ দাশ
ঠাকুর বাড়ির আঙিনায়
-
'ঠাকুর বাড়ির আঙিনায়' জসীম উদ্দীন রচিত একটি স্মৃতিকথামূলক গ্রন্থ।
-
প্রকাশিত: ১৯৬১ সালে, নন্দিতা বসু প্রকাশিকা, ৫-১ রমানাথ মজুমদার স্ট্রীট, কলকাতা-৯।
-
বইটি শুরু এবং শেষ হয়েছে স্মৃতিভারাক্রান্ত ভঙ্গিতে। লেখক বর্ণনা করেছেন কীভাবে প্রথম রবীন্দ্রনাথের নাম শুনেছিলেন এবং কীভাবে তাঁর কবিতা পড়া শুরু করেছিলেন। বইতে ঠাকুর বাড়ির ভগ্নদশারও বিস্তৃত বর্ণনা আছে।
-
বইয়ে মূলত রবীন্দ্রনাথ নয়, বরং বেশি জোর আছে অবনীন্দ্রনাথ ঠাকুর-এর কথায়। অবনীন্দ্রনাথের সূত্রধরে জসীম উদ্দীনের ঠাকুর বাড়িতে পা ফেলার সুযোগ হয়েছিল।
-
অবনীন্দ্রনাথের মৃত্যুর পর বাড়িটি নিলাম হয়। বাংলার মহান শিল্পীর বাড়ি সংরক্ষিত হয়নি বলে লেখক দুঃখ প্রকাশ করেছেন। বর্তমানে বাড়িটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও জসীম উদ্দীন মন্তব্য করেছেন, "আজ ঠাকুর-বাড়ির সেই ইন্দ্রপুরী শ্মশানে পরিণত হইয়াছে।"
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম, মাতুলালয়।
-
পরিচিতি: প্রখ্যাত কবি, শিক্ষাবিদ; 'পল্লিকবি' নামে খ্যাত।
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
-
কলেজজীবনে রচিত ‘কবর’ কবিতা তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়; বিশ্ববিদ্যালয়ে এ কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: নক্সীকাঁথার মাঠ
-
প্রথম কাব্যগ্রন্থ: রাখালী
স্মৃতিকথা:
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙিনায়
ভ্রমণকাহিনি:
-
চলে মুসাফির
-
হলদে পীরের দেশ
-
যে দেশে মানুস বড়
-
জার্মানির শহরে ও বন্দরে
উপন্যাস:
-
বোবাকাহিনী
আত্মজীবনী:
-
জীবনকথা
কাব্যগ্রন্থ:
-
রাখালী
-
নক্সীকাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না

0
Updated: 3 weeks ago
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন কে?
Created: 1 month ago
A
চণ্ডীদাস
B
জয়দেব
C
বিদ্যাপতি
D
জ্ঞানদাস
বৈষ্ণব পদাবলি
-
স্বরূপ: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য ফসল
-
প্রথম পদকর্তা: জয়দেব
-
প্রথম নিদর্শন: ‘গীতগোবিন্দম্’ (রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে; সংস্কৃত ভাষায় রচিত)
-
বাংলা ভাষায় প্রথম পদ: চণ্ডীদাস
-
বিদ্যাপতি: পরবর্তীতে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন

0
Updated: 1 month ago
'আমি কি দুঃখেরে ডরাই'- উক্তিটি কার রচনা?
Created: 3 weeks ago
A
মালাধর বসু
B
রামনিধি গুপ্ত
C
রামপ্রসাদ সেন
D
মুকুন্দরাম চক্রবর্তী
রামপ্রসাদ সেন
১. পরিচিতি
-
শাক্তসঙ্গীত/শ্যামাসঙ্গীত রচনায় বিখ্যাত, শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি।
-
জন্ম: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কুমারহট্ট গ্রামে, কবিরাজ বংশে।
-
শ্যামাসঙ্গীতের সংখ্যা প্রায় ৩০০।
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁকে রাজসভায় যোগদানের আহবান জানান এবং 'কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন।
-
রামপ্রসাদী সুর: ভক্তিভাব, রাগ ও বাউল সুরের মিশ্রণে তাঁর সৃষ্টি সঙ্গীত।
২. বিখ্যাত উক্তি
"আমি কি দুঃখেরে ডরাই"
৩. কিছু জনপ্রিয় গান
-
"মন রে কৃষি কাজ জানো না"
-
"ডুব দেরে মন কালী বলে"
-
"মা আমায় ঘুরাবি কত"

0
Updated: 3 weeks ago