A
কবর
B
একুশের গল্প
C
আরেক ফাল্গুন
D
মাতৃ ভাষা
No subjects available.
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস ও সাহিত্যকর্ম
-
প্রথম উপন্যাস:
-
ভাষা আন্দোলনকে উপজীব্য করে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস হলো জহির রায়হানের আরেক ফাল্গুন।
-
প্রকাশকাল: ১৯৬১ খ্রিস্টাব্দ।
-
কাহিনির প্রেক্ষাপট: ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের অভিজ্ঞতা।
-
উপন্যাসে পুলিশের গ্রেপ্তার অভিযানের পর একজন চরিত্র বলে ওঠে—
"আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো।" -
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা প্রমুখ।
-
এতে বাঙালির জাতীয় ঐতিহাসিক সংগ্রামকে শিল্পরূপ দেওয়া হয়েছে।
-
-
প্রথম নাটক:
-
ভাষা আন্দোলন নিয়ে প্রথম বাংলা নাটক হলো মুনীর চৌধুরীর কবর।
-
-
প্রথম গল্প:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম গল্প হলো জহির রায়হানের একুশের গল্প।
-
তথ্যসূত্র:
ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 5 days ago
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 2 weeks ago
A
চট্টগ্রাম
B
বরিশাল
C
ঢাকা
D
রাজশাহী
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
সময়কাল: ১৫–২১ জুন ২০২২
-
পদ্ধতি:
-
তথ্য সংগ্রহে → CAPI (Computer Assisted Personal Interview)
-
গণনা → Modified De-facto
-
-
জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন/বর্গকিমি
-
সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকা বিভাগে
-
সবচেয়ে কম মানুষ বাস করে: বরিশাল বিভাগে
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ বিভাগ: ঢাকা

0
Updated: 2 weeks ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 5 days ago
A
চাকমা
B
মারমা
C
ত্রিপুরা
D
লুসাই
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
চাকমা / কার্পাস বিদ্রোহ
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ক্ষুদ্র নৃগোষ্ঠী
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন।
-
বিভাগভিত্তিক অবস্থান:
-
চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে (৬০.০৪%)।
-
বরিশাল বিভাগে সবচেয়ে কম ক্ষুদ্র নৃগোষ্ঠী (০.২৫%)।
-
-
বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
-
অন্যান্য প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী:
-
মারমা: ২,২৪,২৯৯ জন
-
ত্রিপুরা: ১,৫৬,৬২০ জন
-
সাঁওতাল: ১,২৯,০৫৬ জন
-
ওরাওঁ: ৮৫,৮৫৮ জন
-
গারো: ৭৬,৮৫৪ জন
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 5 days ago
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
Created: 2 weeks ago
A
জঁ ক্যা ১৯৭১
B
দ্য ট্রুথ অব সেভেনটি ওয়ান
C
দ্য লাস্ট কমান্ড
D
কোনটি নয়
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি চলচ্চিত্র
-
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম ইংরেজি ভাষার বাংলাদেশি চলচ্চিত্র হলো ‘জঁ ক্যা ১৯৭১’।
-
পরিচালক: ফাখরুল আরেফিন খান (ভুবন মাঝি, গণ্ডি খ্যাত)।
-
সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত।
-
ঘটনা:
-
৩ ডিসেম্বর ১৯৭১ সালে ফ্রান্সের তরুণ জঁ ক্যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (PIA) একটি বিমান ছিনতাই করেন।
-
তার একমাত্র দাবি ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ২০ টন ওষুধ পাঠানো।
-
-
কাহিনি মূলত জঁ ক্যা-র এই মানবিক ও সাহসী ঘটনাকে কেন্দ্র করে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

0
Updated: 2 weeks ago