A
A deadly storm
B
A coming wedding
C
A royal victory
D
A spiritual blessing
উত্তরের বিবরণ
উদ্ধৃতিতে বলা হয়েছে—“We shall have a deadly storm।” অর্থাৎ প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় আসছে। এটি শুধু বাহ্যিক ঝড় নয়, বরং কবির অন্তরের ঝড় বা মানসিক অশান্তির প্রতীক। Coleridge ঝড়ের চিত্র দিয়ে দেখিয়েছেন, প্রকৃতির আবহাওয়া ও মানুষের অন্তরের অবস্থা একে অপরের প্রতিফলন হতে পারে।

1
Updated: 5 days ago
Who inspired Coleridge to publish Kubla Khan in 1816?
Created: 6 days ago
A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1
Updated: 6 days ago
What literary device is most evident in the phrase “sunny pleasure-dome with caves of ice”?
Created: 6 days ago
A
Simile
B
Irony
C
Paradox
D
Hyperbole
“Sunny pleasure-dome with caves of ice”—এই বাক্যে একই সাথে উষ্ণতা (sunny) এবং শীতলতা (ice) উল্লেখ আছে। দুটি বিপরীত উপাদান একত্রে এসেছে। এটিকে বলা হয় paradox—যেখানে আপাতবিরোধী ধারণা একসাথে থেকে গভীর সত্য প্রকাশ করে। এটি দেখায় প্রকৃতির দ্বৈততা, এবং মানুষের কল্পনার ভেতর বৈপরীত্যপূর্ণ উপাদানও সহাবস্থান করে।

1
Updated: 6 days ago
How does the Wedding Guest feel after hearing the story?
Created: 1 week ago
A
Angry
B
Sleepy
C
Sadder and wiser
D
Confused
গল্প শেষ হওয়ার পর Wedding Guest তার বিয়েতে আর যোগ দেয় না। সে গভীরভাবে প্রভাবিত হয়ে যায়, এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে হয়ে ওঠে “wiser and sadder man”—অর্থাৎ জ্ঞানী ও গম্ভীর। এটি কোলরিজের নৈতিক শিক্ষার প্রতিফলন।

0
Updated: 1 week ago