A
শায়েস্তা খাঁ
B
ফিদাই খান
C
আজম খান
D
মীর জুমলা
উত্তরের বিবরণ
সুবাহদার:
-
সুবাহদার হলো মুগল সাম্রাজ্যের যেকোন সুবাহ-র গভর্নর বা ভাইসরয়।
-
শাসনকার্য পরিচালনার সুবিধার্থে সমগ্র মুগল সাম্রাজ্য কয়েকটি সুবাহ-য় (প্রদেশ) বিভক্ত ছিল।
-
সুবাহ প্রধানকে সুবাহদার, নাজিম, সাহিব-ই-সুবাহ, ফৌজদার-ই-সুবাহ প্রভৃতি নামে আখ্যায়িত করা হতো।
-
বাংলার সুবাহ-র গভর্নরকে সুবাহদার বলা হতো।
-
এছাড়া কখনও তিনি নাজিম নামেও অভিহিত হতেন।
-
গুরুত্বপূর্ণ প্রদেশসমূহে মুগল শাহজাদাদেরও সুবাহদার নিয়োগ করা হতো।
-
শায়েস্তা খাঁ দুইবার সুবাহদার নিয়োগ পান:
-
প্রথম পর্যায়: ১৬৬৩–১৬৭৮
-
দ্বিতীয় পর্যায়: ১৬৮০–১৬৮৮
-
উল্লেখ্য:
-
১৬৭৮–৭৯ খ্রিস্টাব্দে এক বছরের সামান্য বেশি সময়ের বিরতিসহ দীর্ঘ ২৪ বছর তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন।
-
বাংলায় সুবাহদার হিসেবে তাঁর কার্যকালের মেয়াদই দীর্ঘতম।
উৎস: বাংলাপিডিয়া [লিঙ্ক]

0
Updated: 6 days ago