১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে কত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
A
১ দফা
B
৬ দফা
C
১১ দফা
D
২১ দফা
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
তারা ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
-
যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
-
নির্বাচনের ফলে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খণ্ড) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)

0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
Created: 2 months ago
A
১১১৯ জন
B
১২৩৫ জন
C
৯৮৫ জন
D
১০৭০ জন
প্রতি বর্গকিলোমিটারে ১১১৯ জন মানুষ বাস করেন।
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
-
সর্বশেষ এই গণনা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২১ জুন ২০২২।
-
তথ্য সংগ্রহ পদ্ধতি: CPI পদ্ধতি
-
গণনার পদ্ধতি: Modified De-facto পদ্ধতি
-
দেশের মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকা
জেলা ও বিভাগের ঘনত্ব:
-
জেলা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: রাঙ্গামাটি
-
বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম, তাই এটি দেশের অন্যতম কম ঘনত্বসম্পন্ন এলাকা
-
বরিশাল বিভাগে মানুষের সংখ্যা অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে কম
-
সার্বিকভাবে দেশের জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন/বর্গকিমি
-
জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ: ঢাকা বিভাগে
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: বরিশাল বিভাগে
সূত্র: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২

0
Updated: 2 months ago
বাংলাদেশে মোট কয়টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 3 weeks ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
আদমশুমারি (Population Census)
-
আদমশুমারি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
-
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
-
প্রথম আদমশুমারিতে দেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
-
এ পর্যন্ত মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
আদমশুমারি অনুষ্ঠিত বছরের তালিকা: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২।
-
ষষ্ঠ আদমশুমারির নাম হলো 'জনশুমারি ও গৃহগণনা'।

0
Updated: 3 weeks ago
খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
Created: 1 month ago
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
খাসিয়া জাতি
-
বর্ণনা: খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
উৎপত্তি: মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
আদি নিবাস: সুনামগঞ্জ জেলা, উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল।
-
বর্তমান বিস্তার: সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানা।
-
সামাজিক কাঠামো: খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে এবং পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
-
ধর্ম: বর্তমানে ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান। প্রায় প্রতিটি পুঞ্জিতে গির্জা রয়েছে।
-
উৎসব: প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম, যা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago