ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?
A
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
B
ছাত্রলীগ
C
তমদ্দুন মজলিশ
D
রাষ্ট্রভাষা বাংলা কমিটি
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন
-
প্রথম সংগঠন:
-
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ছিল তমদ্দুন মজলিশ।
-
এটি ছিল ইসলামী আদর্শভিত্তিক একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
-
-
প্রাসঙ্গিক ইতিহাস:
-
ভাষা আন্দোলন মূলত ছিল বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
-
১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় প্রথম উর্দু বনাম বাংলা বিতর্ক দেখা দেয়।
-
১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিলে, শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর প্রবল বিরোধিতা করেন।
-
ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করেছিল তমদ্দুন মজলিশ।
-
-
গুরুত্ব:
-
বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ধাপ ছিল ভাষা আন্দোলন।
-
এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ও বিকাশ ঘটে।
-
ভাষা আন্দোলনের সূচনা হয় ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
-
📖 তথ্যসূত্র:
বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি?
Created: 1 week ago
A
আমার জন্মভূমি
B
আবার তোরা মানুষ হ
C
ফাগুন হাওয়ায়
D
মেঘের পর মেঘ
চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ হলো একটি ভাষা আন্দোলনভিত্তিক সিনেমা, যা আমাদের দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরে। ছবিটি দর্শকদের মনে জাগায় দেশপ্রেম ও ভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ।
-
এই চলচ্চিত্রটি তৌকীর আহমেদ পরিচালিত।
-
এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
-
ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা সিয়াম আহমেদ।
-
কাহিনির পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, যেখানে মানুষের অধিকার ও মাতৃভাষার জন্য সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
উল্লেখযোগ্যভাবে, ‘আমার জন্মভূমি’, ‘আবার তোরা মানুষ হ’ এবং ‘মেঘের পর মেঘ’—এই চলচ্চিত্রগুলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা হিসেবে আমাদের জাতীয় ইতিহাস ও চেতনার সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 1 week ago
তিথিডোর’ উপন্যাসের লেখক কে?
Created: 2 weeks ago
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
জীবনান্দ দাশ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
বুদ্ধদেব বসু
তিথিডোর বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। এটি ১৯৪৯ সালে প্রকাশিত হয় এবং তিন খণ্ডে বিভক্ত—প্রথম শ্রাবণ, করুণ রঙিন পথ ও যবনিকা কম্পমান। উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর-নারীর জীবনযাত্রার মধুর কাহিনি বর্ণিত হয়েছে। এর মূল উপজীব্য হলো প্রেম ও যৌবনের বন্দনা।
বুদ্ধদেব বসু
-
সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক।
-
জন্ম: ৩০ নভেম্বর, ১৯০৮, কুমিল্লা।
-
আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য।
রচিত কাব্যগ্রন্থ
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
রচিত উপন্যাস
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা প্রভৃতি।

0
Updated: 2 weeks ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর গণনায় কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে?
Created: 1 month ago
A
স্ট্যান্ডার্ড ডি-ফ্যাক্টো
B
মোডিফাইড ডি-ফ্যাক্টো
C
ডি-জুরে-ফ্যাক্টো
D
ডি-ফ্যাক্টো-সার্ভে
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।

0
Updated: 1 month ago