সিন্ধু বিজেতা প্রথম মুসলিম সেনাপতি ছিলেন-
A
মুহাম্মদ বিন কাসিম
B
মাহমুদ গজনভী
C
আলাউদ্দিন খিলজি
D
মুহাম্মদ ঘুরি
উত্তরের বিবরণ
সিন্ধু বিজয়:
-
আরবদের সিন্ধু বিজয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
-
এটিকে দক্ষিণ এশিয়ায় মুসলমানদের আগমনের সূচনালগ্ন হিসেবে ধরা হয়।
-
এই ঐতিহাসিক ঘটনার প্রধান কুশীলব ছিলেন আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ও সিন্ধুর তৎকালীন রাজা দাহির।
-
প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মুহাম্মদ বিন কাসিম।
-
খলিফা প্রথম ওয়ালিদের সময় মুসলমানগণ সিন্ধু অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য:
-
খলিফার অনুমতি নিয়ে ইরাকের গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফ এই অভিযান প্রেরণ করেন।
-
সিন্ধু বিজয়ের মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের বিস্তার এবং অর্থ সম্পদ অর্জন।
-
মুহাম্মদ বিন কাসিম এক শক্তিশালী বাহিনী নিয়ে সিন্ধুদেশ আক্রমণ করেন।
-
তিনি দাইবুল, নীরুন, সিওয়ান ও সিসাম দখল করে আরও উত্তরে অগ্রসর হন।
-
সিন্ধুরাজ দাহির রাওয়ার দুর্গ রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু যুদ্ধে নিহত হন।
-
রাওয়ার দখলের পর মুহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজধানী আলোর জয় করেন।
-
এরপর মুলতানও মুসলমানদের দখলে আসে।
উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন দেশটি প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়?
Created: 3 weeks ago
A
মিশর
B
সংযুক্ত আরব আমিরাত
C
তুরস্ক
D
কাতার
ইসরাইল মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র যা মুসলিম প্রধান দেশগুলোর মাঝখানে অবস্থিত এবং রাজনৈতিক, ধর্মীয় ও ঐতিহাসিক নানা কারণে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে দেশটি সম্পর্কে মূল তথ্য দেওয়া হলো।
-
অবস্থান: মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে
-
রাজধানী: জেরুজালেম
-
মুদ্রা: শেকেল
-
সরকারি ভাষা: হিব্রু
-
রাষ্ট্র গঠনের পটভূমি: ফিলিস্তিনের অংশের ভূমি দখল করে গঠিত
-
প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি: যুক্তরাষ্ট্র
-
প্রথম আরব স্বীকৃতি: মিশর, ১৯৭৯ সালে
-
প্রথম মুসলিম স্বীকৃতি: তুরস্ক
ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটে জেরুজালেমের বিশেষ গুরুত্ব রয়েছে।
-
পবিত্র স্থান: মুসলিম, ইহুদি ও খ্রিস্টান—তিন ধর্মের কাছে জেরুজালেম পবিত্র
-
বেলফোর ঘোষণা: ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ দলিল
-
প্রতিষ্ঠা তারিখ: ১৯৪৮ সালের ১৪ মে, ব্রিটিশ ও মার্কিন সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠা করে
-
নাগরিকত্ব নীতি: ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব প্রদান করে একমাত্র দেশ
-
গোয়েন্দা সংস্থা: মোসাদ ও আমান
-
স্বাধীনতা ঘোষণাকারী: ডেভিড বেন গুরিয়েন

0
Updated: 3 weeks ago
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসন সংখ্যা ছিল?
Created: 1 month ago
A
২২৩টি
B
২৩৭টি
C
২৩০টি
D
২২৫টি
যুক্তফ্রন্ট নির্বাচন
-
তারিখ: ৮ই মার্চ ১৯৫৪
-
পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন।
-
ভোট হার: ৩৭.১৯%
-
মোট আসন: ৩০৯
-
মুসলিম আসন: ২৩৭
-
যুক্তফ্রন্ট অর্জন: ২২৩টি আসন
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন
-
নেতৃত্বে: শেরেবাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্য সংখ্যা: ১৪
-
শেরেবাংলা মুখ্যমন্ত্রী পদ ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব:
-
আবু হোসেন সরকার: বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার
-
সৈয়দ আজিজুল হক: শিক্ষা
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন
-
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago