জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
উত্তরের বিবরণ
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।
0
Updated: 6 months ago
Identify the correct sentence.
Created: 2 months ago
A
We went sailing on a Lake Michigan last summer.
B
We went sailing on an Lake Michigan last summer.
C
We went sailing on the Lake Michigan last summer.
D
We went sailing on Lake Michigan last summer.
Correct sentence: We went sailing on Lake Michigan last summer.
Explanation:
• Article:
A, An & The কে article বলা হয়। এরা noun কে qualify করে।
Article দুই প্রকার:
Indefinite: A, An
Definite: The
• Rule:
হ্রদের নামের আগে the বসে না।
যেমন: Lake Superior, Lake Baikal, Lake Caspian, Lake Michigan
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Choose the sentence where the gerund is the subject:
Created: 6 months ago
A
She likes painting landscapes.
B
They were painting landscapes.
C
Painting landscapes is relaxing.
D
She has painted landscapes.
Gerund হলো কোনো Verb-এর (ক্রিয়া) -ing রূপ, যা noun-এর মতো ব্যবহৃত হয়।
এখানে Painting landscapes — পুরো অংশটি একটি noun-এর মতো ব্যবহার হয়েছে এবং subject হিসেবে কাজ করছে।
বাক্যটি বোঝাচ্ছে: "চিত্রাঙ্কন করা (painting landscapes) হচ্ছে একধরনের আরামদায়ক কাজ।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) She likes painting landscapes.
→ এখানে "painting" Gerund হলেও Subject নয়, Object (She কী পছন্দ করে? — painting landscapes)।
খ) They were painting landscapes.
→ এখানে "painting" হলো Main Verb (Past Continuous Tense)।
ঘ) She has painted landscapes.
→ এখানে "painted" Past Participle, Gerund নয়।
সুতরাং উত্তর: গ) Painting landscapes is relaxing.
0
Updated: 6 months ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 6 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started
0
Updated: 6 months ago