A
ভারত
B
আলজেরিয়া
C
আলবেনিয়া
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
মাদার তেরেসা
-
মাদার তেরেসার আসল নাম অ্যাগনেস গন্কজা বোজাহিউ (Agnes Gonxha Bojaxhiu)।
-
তিনি একজন আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।
-
জন্ম: ২৭ আগস্ট ১৯১০, আলবেনিয়ার স্কপিয়ে শহরে (বর্তমানে উত্তর মেসিডোনিয়ার অংশ)।
-
১৯২৮ সালে তিনি কলকাতায় আসেন।
-
কলকাতায় তিনি অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
-
মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৯৭।
পুরস্কার ও স্বীকৃতি:
-
১৯৬২: পদ্মশ্রী
-
১৯৭১: পোপ জন শান্তি পুরস্কার
-
১৯৭২: জওহরলাল নেহরু পুরস্কার
-
১৯৭৯: নোবেল শান্তি পুরস্কার (দুঃস্থ মানুষের সেবায় অবদান)
-
১৯৮০: ভাররত্ন
উৎস: Britannica

0
Updated: 6 days ago
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
Created: 1 week ago
A
২০০ নটিকেল মাইল
B
৩০০ নটিকেল মাইল
C
৩৫০ নটিকেল মাইল
D
৪৫০ নটিকেল মাইল
সমুদ্র আইন ও উপকূলীয় রাষ্ট্রের সীমা (UNCLOS ১৯৮২)
১৯৮২ সালের United Nations Convention on the Law of the Sea (UNCLOS) অনুযায়ী, উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র সীমা ও সম্পদের অধিকার নির্ধারণ করা হয়েছে। এর প্রধান নিয়মগুলো হলো:
-
রাজনৈতিক সমুদ্রসীমা (Territorial Sea): ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
অর্থনৈতিক সীমারেখা (Exclusive Economic Zone – EEZ): ভিত্তি রেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
মহীসোপান (Continental Shelf): সর্বোচ্চ ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত, যেখানে রাষ্ট্র তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারে।
UNCLOS-এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু:
-
মৎস্য শিকার ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার
-
নৌচলাচল ও আন্তর্জাতিক জাহাজ চলাচল
-
গভীর সমুদ্র তল ও বৈজ্ঞানিক গবেষণা
-
সমুদ্র দূষণ ও পরিবেশ সংরক্ষণ
সংক্ষিপ্ত তথ্য:
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
উৎস: Britannica ও UN ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
IMF-এর সদর দপ্তর অবস্থিত-
Created: 3 days ago
A
ওয়াশিংটন ডিসি
B
নিউইয়র্ক
C
জেনেভা
D
রোম
IMF (International Monetary Fund) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
-
প্রতিষ্ঠা ও ইতিহাস:
১৯৩০ সালের মহামন্দার পর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference) এর মাধ্যমে IMF গঠিত হয়। এই সম্মেলনে ৪৪টি দেশের নেতা অংশ নেন। মূল উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes, যাদের IMF ও বিশ্বব্যাংকের “Founding Fathers” বলা হয়। -
উদ্দেশ্য:
আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা এবং দেশের মধ্যে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা। -
সদস্যপদ:
বর্তমানে IMF-এর সদস্য দেশ ১৯০টি, বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট সদস্যপদ লাভ করে। -
সদর দপ্তর ও নেতৃত্ব:
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা -
প্রধান বৈশিষ্ট্য:
IMF-এর রিজার্ভ মুদ্রা হলো ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান। -
উল্লেখযোগ্য ফলাফল:
ব্রেটন উডস সম্মেলনের ফলশ্রুতিতে IMF, বিশ্বব্যাংক, এবং পরবর্তীতে GATT (বর্তমান WTO) গঠিত হয়।
উৎস: IMF-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 6 days ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com

0
Updated: 6 days ago