A
১৯৮২
B
১৯৮৫
C
১৯৮৪
D
১৯৮৩
উত্তরের বিবরণ
সার্ক (SAARC)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা)।
-
প্রতিষ্ঠা: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর, ঢাকা।
-
দফতর: কাঠমান্ডু, নেপাল।
-
প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ)।
-
বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ৮টি দেশ।
সদস্য দেশসমূহ:
-
প্রাথমিক প্রতিষ্ঠাতা সদস্য (৭টি): বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ।
-
সর্বশেষ সদস্য: আফগানিস্তান (যোগদান: ৩ এপ্রিল ২০০৭)।
সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, এবং রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বহুপাক্ষিক ফোরাম।
সূত্র: SAARC ওয়েবসাইট

0
Updated: 6 days ago
সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে ঢাকায়
B
১৯৮৩ সালে দিল্লীতে
C
১৯৮৪ সালে কলম্বোতে
D
১৯৮৬ সালে মালেতে
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকা, বাংলাদেশ।
-
সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।
-
বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য দেশ সংখ্যা: ৭টি।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ৮টি।
-
সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তান যোগদান করেছে ২০০৭ সালের ৩ এপ্রিল।
তথ্যসূত্র: SAARC-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
Created: 1 month ago
A
ভারতে
B
বাংলাদেশে
C
শ্রীলংকায়
D
নেপালে
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]
তবে এখানে সেই সময় বিবেচনা করলেসঠিক উত্তর হবে শ্রীলংকায়
ব্যাখ্যা:
সার্ক (SAARC) ভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলংকায় শিক্ষিতের হার সর্বাধিক। দেশটিতে সাক্ষরতার হার প্রায় ৯২–৯৪% এর মধ্যে, যা এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এটি শ্রীলংকার দীর্ঘদিনের শিক্ষাবান্ধব নীতি এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কারণে সম্ভব হয়েছে।
অন্যদিকে অন্যান্য সার্কভুক্ত দেশের (যেমন ভারত, বাংলাদেশ, নেপাল) সাক্ষরতার হার তুলনামূলকভাবে কম:
-
বাংলাদেশ: প্রায় ৭৫–৭৬%
-
ভারত: প্রায় ৭৭–৭৮%
-
নেপাল: প্রায় ৬৭–৭০%
এজন্য শ্রীলংকা এই তালিকায় সবার উপরে রয়েছে।

0
Updated: 1 month ago
বর্তমানে SAARC এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন কে? [ এপ্রিল, ২০২৫]
Created: 3 months ago
A
এসেলা ওয়ারাকুন
B
আমজাদ হোসেন
C
আর্জুন বাহাদুর থাপা
D
মো: গোলাম সারোয়ার
সার্ক (SAARC)
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
প্রকৃতি: দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহযোগিতামূলক সংস্থা।
প্রধান উদ্দেশ্য:
-
দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন
-
অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ
-
সামাজিক অগ্রগতি
-
সাংস্কৃতিক উন্নয়ন ও সংহতি বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।
প্রতিষ্ঠাকাল:
৮ ডিসেম্বর, ১৯৮৫
প্রতিষ্ঠার স্থান:
ঢাকা, বাংলাদেশ
প্রতিষ্ঠাকালীন সম্মেলন:
ঢাকা সম্মেলন (Dhaka Summit)
তারিখ: ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫
সদস্য সংখ্যা:
৮টি দেশ (এপ্রিল, ২০২৫ অনুযায়ী)
প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র:
১. বাংলাদেশ
২. ভারত
৩. নেপাল
৪. ভুটান
৫. পাকিস্তান
৬. মালদ্বীপ
৭. শ্রীলঙ্কা
পরবর্তীতে আফগানিস্তান সদস্য হিসেবে যোগ দেয়, ফলে সদস্য সংখ্যা দাঁড়ায় ৮টিতে।
সদরদপ্তর:
কাঠমন্ডু, নেপাল
প্রতিষ্ঠার তারিখ: ১৭ জানুয়ারি, ১৯৮৭
বর্তমান মহাসচিব:
গোলাম সারোয়ার (বাংলাদেশ)
দায়িত্ব গ্রহণ: এপ্রিল, ২০২৫
উৎস: সার্ক ওয়েবসাইট

0
Updated: 3 months ago