A
জেনেভা
B
ভিয়েনা
C
ওয়াশিংটন
D
প্যারিস
উত্তরের বিবরণ
IAEA-এর সদর দপ্তর ও তথ্য
IAEA বা International Atomic Energy Agency হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা পারমাণবিক শক্তি সংক্রান্ত নিরাপত্তা, গবেষণা এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ১৯৫৭
-
সদস্য দেশ: ১৭৮টি (সর্বশেষ: গিনি)
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)
-
বিশেষ অর্জন: ২০০৫ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালে
উৎস: IAEA ওয়েবসাইট

0
Updated: 6 days ago
BRICS এর সদর দপ্তর কোথায়?
Created: 3 days ago
A
সাংহাই
B
মস্কো (ভুল উত্তর)
C
প্রিটোরিয়া
D
নয়াদিল্লী
BRICS
-
BRICS হলো একটি অর্থনৈতিক জোট, যা মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোকে একত্রিত করে।
-
মূল পাঁচটি দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকা।
-
সদর দপ্তর নেই।
-
সম্প্রতি BRICS-এর সদস্য সংখ্যা ১০টি দেশে উন্নীত হয়েছে।
-
বর্তমান সদস্য দেশগুলো:
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এবং ইথিওপিয়া। -
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৫তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
-
উক্ত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এবং ইথিওপিয়া ২০২৪ সালের জানুয়ারিতে যোগদান করে।
BRICS-এর সদর দপ্তর নেই।
-
সূত্র: BRICS ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে-
Created: 1 week ago
A
ইউকোসুক
B
হাওয়াই
C
গোয়াম
D
সুবিক বে
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর
-
সদর দপ্তর: সপ্তম নৌবহরের প্রধান ঘাটি জাপানের ইয়াকোসুকে অবস্থিত।
-
সংখ্যা ও সক্ষমতা: এতে প্রায় ৬০–৭০টি জাহাজ, ৩০টি বিমান এবং প্রায় ৪০,০০০ নৌসৈনিক, মেরিন কর্পস ও কোস্টগার্ড সদস্য রয়েছেন।
-
প্রধান ভূমিকা: এটি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের অংশ এবং মূল ভূখণ্ডের বাইরে দেশের সবচেয়ে বড় নৌবাহিনী।
অতিরিক্ত তথ্য:
-
১৯৭১ সালের ১০ ডিসেম্বর, সপ্তম নৌবহরের কিছু জাহাজ নিয়ে ‘টাস্কফোর্স ৭৪’ গঠন করা হয়।
-
এই জাহাজগুলো সিঙ্গাপুরে মিলিত হয়ে বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে।
-
গুরুত্বপূর্ণ জাহাজগুলোর মধ্যে রয়েছে USS Enterprise এবং অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ USS Tripoli।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা, কালের কন্ঠ পত্রিকা এবং মার্কিন নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
ডেনমার্ক
B
ফিনল্যান্ড
C
নেদারল্যান্ডস
D
যুক্তরাষ্ট্র
স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় যে দেশটি, তা হলো: নেদারল্যান্ডস।
স্ক্যান্ডিনেভিয়া সাধারণত ডেনমার্ক, নরওয়ে, এবং সুইডেনকে বোঝায়, এবং কখনও ফিনল্যান্ডকেও এর সাথে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নেদারল্যান্ডস ইউরোপের পশ্চিমাংশে অবস্থিত এবং স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয়।
আর যুক্তরাষ্ট্র তো স্পষ্টই ইউরোপের বাইরে, তাই সেটাও স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়।
তবে প্রশ্নে স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয় এমন এক দেশ চাওয়া হয়েছে, সেটি হলো নেদারল্যান্ডস।

0
Updated: 1 month ago