A
লিও টলস্টয়
B
ডেভিড রিকার্ডো
C
কার্ল মার্কস
D
জেন অস্টিন
উত্তরের বিবরণ
‘War and Peace’ উপন্যাসের রচয়িতা – লিও টলস্টয়
লিও টলস্টয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান লেখক।
-
তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
-
শুরুতে টলস্টয় বাস্তববাদী গল্প এবং আংশিক আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন। পরে তিনি নৈতিক ও আধ্যাত্মিক বিষয়েও গুরুত্ব দিয়েছেন।
War and Peace সম্পর্কিত তথ্য:
-
লিও টলস্টয় ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা।
-
তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে ‘ইয়াসনায়া পলিয়ানা’ (Yasnaya Polyana) বসবাস করার সময় এই উপন্যাসের কাজ শুরু করেন।
-
উপন্যাসের একটি অংশ প্রথম প্রকাশিত হয় ১৮৬৫ সালে, যার শিরোনাম ছিল "The Year 1805"।
-
১৮৬৮ সালের মধ্যে তিনি আরও তিনটি অংশ প্রকাশ করেন এবং ১৮৬৯ সালে উপন্যাসটি সম্পূর্ণ রূপ পায়।
-
‘War and Peace’-এ টলস্টয় দেখিয়েছেন যে জীবনের উদ্দেশ্য এবং মান মূলত আমাদের প্রতিদিনের কাজ ও আচরণের মধ্যেই নিহিত।
লিও টলস্টয়-এর কিছু বিখ্যাত রচনা:
-
War and Peace (1869)
-
Anna Karenina (1878)
-
A Confession (1880)
-
The Death of Ivan Ilyich (1886)
-
Resurrection (1899)
উৎস: Britannica

0
Updated: 6 days ago
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
Created: 1 week ago
A
২০০ নটিকেল মাইল
B
৩০০ নটিকেল মাইল
C
৩৫০ নটিকেল মাইল
D
৪৫০ নটিকেল মাইল
সমুদ্র আইন ও উপকূলীয় রাষ্ট্রের সীমা (UNCLOS ১৯৮২)
১৯৮২ সালের United Nations Convention on the Law of the Sea (UNCLOS) অনুযায়ী, উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র সীমা ও সম্পদের অধিকার নির্ধারণ করা হয়েছে। এর প্রধান নিয়মগুলো হলো:
-
রাজনৈতিক সমুদ্রসীমা (Territorial Sea): ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
অর্থনৈতিক সীমারেখা (Exclusive Economic Zone – EEZ): ভিত্তি রেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
মহীসোপান (Continental Shelf): সর্বোচ্চ ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত, যেখানে রাষ্ট্র তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারে।
UNCLOS-এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু:
-
মৎস্য শিকার ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার
-
নৌচলাচল ও আন্তর্জাতিক জাহাজ চলাচল
-
গভীর সমুদ্র তল ও বৈজ্ঞানিক গবেষণা
-
সমুদ্র দূষণ ও পরিবেশ সংরক্ষণ
সংক্ষিপ্ত তথ্য:
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
উৎস: Britannica ও UN ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
Created: 1 week ago
A
সিরিয়া
B
সুদান
C
ইরাক
D
সোমালিয়া
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• Global Terrorism Index (GTI) ২০১৪ অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ ইরাক।
- বর্তমানে ২০২৪ সালে Global Terrorism Index (GTI) অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ বুর্কিনা ফাসো।
প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসবাসকবলিত দিকে থেকে শীর্ষ ৫ দেশ-
Global Terrorism Index (GTI):
১। বুরকিনা ফাসো,
২। ইসরাইল
৩। মালি,
৪। পাকিস্তান,
৫। সিরিয়া।
উৎস: Statista Research Department এর ওয়েবসাইট, Live Mcq ডায়নামিক প্যানেল, Global Terrorism Index (GTI) - 2024 ও বাসস।

0
Updated: 1 week ago
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica

0
Updated: 6 days ago