A
৩৩
B
১৫
C
৭৭
D
২১ (ভুল উত্তর, ব্যাখ্যা দেখুন)
উত্তরের বিবরণ
NAM (Non-Aligned Movement) বা জোট-নিরপেক্ষ আন্দোলন
-
NAM হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ চুক্তি থেকে নিরপেক্ষ থাকার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
NAM-এর ধারণা প্রথম ১৯৫৫ সালের ১৮–২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সে সামনে আসে।
-
এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর, ১৯৬১, এবং প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, ইউগোস্লাভিয়া, ১–৬ সেপ্টেম্বর ১৯৬১।
-
বর্তমানে NAM-এর মোট সদস্য সংখ্যা ১২১টি, যার সভাপতি ইলহাম ইলিয়েভ।
-
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্য হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে নম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে (আলজিয়ার্স)।
-
সর্বশেষ ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।
উৎস: NAM অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 6 days ago
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
Created: 3 days ago
A
IFC
B
IBRD
C
MIGA
D
ICSID
বিশ্বব্যাংক এবং এর সম্পর্কিত সংস্থা IFC সংক্রান্ত তথ্য
বিশ্বব্যাংক গ্রুপ:
বিশ্বব্যাংক মূলত পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা করে। এই প্রতিষ্ঠানগুলো হলো:
-
International Bank for Reconstruction and Development (IBRD) – সাধারণত “বিশ্বব্যাংক” নামে পরিচিত।
-
International Finance Corporation (IFC) – বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে।
-
Multilateral Investment Guarantee Agency (MIGA) – বিদেশী বিনিয়োগকে গ্যারান্টি দেয়।
-
International Center for Settlement of Investment Disputes (ICSID) – বিনিয়োগ সংক্রান্ত বিরোধ সমাধান করে।
-
International Development Association (IDA) – সবচেয়ে দরিদ্র দেশগুলিতে আর্থিক সহায়তা প্রদান করে।
IBRD সংক্ষিপ্ত ইতিহাস:
-
IBRD-এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development।
-
১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে IBRD প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আনুষ্ঠানিকভাবে এটি ১৯৪৬ সালের জুনে কার্যক্রম শুরু করে।
-
IMF ও IBRD দুইটি প্রতিষ্ঠানকে একত্রে ব্রেটন উডস যমজ বলা হয়।
IFC সংক্ষিপ্ত তথ্য:
-
IFC-এর পূর্ণরূপ হলো International Finance Corporation।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালের ২০ জুলাই।
-
IFC-এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি।
-
সদর দফতর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
সংস্থার মূল কাজ হলো স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
Created: 1 week ago
A
ডেনমার্ক
B
বেলজিয়াম
C
ভিয়েতনাম
D
আর্মেনিয়া
ডেনমার্ক
ডেনমার্ক ইউরোপের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। এটি স্ক্যান্ডিনেভিয়ার গুরুত্বপূর্ণ অংশ এবং নর্ডিক দেশগুলোর মধ্যে অন্যতম। সরকারিভাবে দেশটির নাম “কিংডম অফ ডেনমার্ক”। রাজধানী হল কোপেনহেগেন, আর বৃহত্তম শহরগুলোর মধ্যে আরহুস এবং আলব্রোগা রয়েছে। ডেনমার্কের সরকারি ভাষা হলো ডেনিশ, এবং দেশের জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
অন্য দেশের উদাহরণ:
-
বেলজিয়ামের রাজধানী: ব্রাসেলস
-
ভিয়েতনামের রাজধানী: হানয়
-
আর্মেনিয়ার রাজধানী: ইয়েরেভান
উৎস: Britannica

0
Updated: 1 week ago
লাওসের (Laos) সরকারি নাম কি?
Created: 6 days ago
A
Loas People's Democratic Republic
B
Republic of Laos
C
Kingdom of Laos
D
Democratic Republic of Laos
লাওস
লাওস (Laos) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবদ্ধ দেশ। এর সরকারী নাম “Laos People’s Democratic Republic”। দেশটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তর-পশ্চিমে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত।
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৭৫ সালে এখানে কমিউনিস্ট শাসকরা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশকে মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের ভিত্তিতে পরিচালনা শুরু করে।
-
রাজধানী: ভিয়েনতিয়েন
-
বর্তমান প্রধানমন্ত্রী: সোনেক্সে সিফানডোন
-
আইনসভা: জাতীয় পরিষদ
-
মুদ্রা: কিপ
-
সরকারি ভাষা: লাও
সূত্র: Britannica

0
Updated: 6 days ago