ইরান-পরমাণু চুক্তি (Joint Comprehensive Plan of Action)
ইরানের সঙ্গে পরমাণু সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তি, যা Joint Comprehensive Plan of Action (JCPOA) নামে পরিচিত, ১৪ জুলাই ২০১৫ সালে স্বাক্ষরিত হয়। এই চুক্তি সাধারণত ইরান ডিল নামেও পরিচিত।
চুক্তির প্রধান তথ্য:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্সের মধ্যে।
-
এর সাথে ছিল জার্মানি, ফলে এই দলকে বলা হয় ‘পি৫ + ১’।
-
চুক্তি কার্যকর হয় ১৬ জানুয়ারি, ২০১৬ থেকে।
-
ইরান চুক্তি অনুযায়ী তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদ সীমিত করতে সম্মত হয়।
-
কিছু পরমাণু স্থাপনা বন্ধ বা পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় ইরান।
-
আন্তর্জাতিক পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে।
-
চুক্তির ফলে ইরানের ওপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
-
এই চুক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে স্বাক্ষর ও কার্যকর হয়।
পরে ঘটে যাওয়া পরিবর্তন:
সূত্র: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।