আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
উত্তরের বিবরণ
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:
Created: 1 month ago
A
নয়া উদারতাবাদ
B
গঠনবাদ
C
বাস্তববাদ
D
নব্য মার্কসবাদ
বাস্তববাদ (Realism)
-
বাস্তববাদের দৃষ্টিকোণ অনুযায়ী মানুষ স্বাভাবিকভাবেই স্বার্থপর এবং বিশৃঙ্খল।
-
যেহেতু মানুষ বিশৃঙ্খল, তাই মানুষের দ্বারা নির্মিত প্রতিষ্ঠান বা রাষ্ট্রও প্রায়শই বিশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
-
রাষ্ট্রসমূহ নিজেদের অস্তিত্ব এবং স্বার্থ রক্ষার জন্য প্রায়শই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
-
বাস্তববাদের মূল ভাবনা অনুযায়ী, রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকা; এজন্য জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, সামরিক শক্তি বৃদ্ধি এবং ক্ষমতার ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
-
বর্তমান বিশ্বে বাস্তববাদিক চিন্তাভাবনা বিস্তৃতভাবে প্রচলিত।
-
বিশ্বব্যাপী আমেরিকার আগ্রাসনমূলক নীতি বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির একটি সুপরিচিত উদাহরণ।
উৎস: জ্ঞানতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
IMF-এর সদর দপ্তর অবস্থিত-
Created: 1 month ago
A
ওয়াশিংটন ডিসি
B
নিউইয়র্ক
C
জেনেভা
D
রোম
IMF (International Monetary Fund) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
-
প্রতিষ্ঠা ও ইতিহাস:
১৯৩০ সালের মহামন্দার পর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference) এর মাধ্যমে IMF গঠিত হয়। এই সম্মেলনে ৪৪টি দেশের নেতা অংশ নেন। মূল উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes, যাদের IMF ও বিশ্বব্যাংকের “Founding Fathers” বলা হয়। -
উদ্দেশ্য:
আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা এবং দেশের মধ্যে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা। -
সদস্যপদ:
বর্তমানে IMF-এর সদস্য দেশ ১৯০টি, বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট সদস্যপদ লাভ করে। -
সদর দপ্তর ও নেতৃত্ব:
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা -
প্রধান বৈশিষ্ট্য:
IMF-এর রিজার্ভ মুদ্রা হলো ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান। -
উল্লেখযোগ্য ফলাফল:
ব্রেটন উডস সম্মেলনের ফলশ্রুতিতে IMF, বিশ্বব্যাংক, এবং পরবর্তীতে GATT (বর্তমান WTO) গঠিত হয়।
উৎস: IMF-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
‘ভিক্টোরিয়া ডিজার্ট' কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
কানাডা
B
পশ্চিম আফ্রিকা
C
নর্থ আমেরিকা
D
অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া মরুভূমি, যা ইংরেজিতে Great Victoria Desert নামে পরিচিত, দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। এটি অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের সপ্তম বৃহত্তম মরুভূমি। ১৮৭৫ সালে অস্ট্রেলিয়ান অনুসন্ধানকারী Ernest Giles এটিকে মহারানী ভিক্টোরিয়ার নামানুসারে নামকরণ করেন।
-
এর আয়তন প্রায় ৩৫০,০০০ বর্গকিলোমিটার।
-
এটি মূলত শুষ্ক, বালি ও ক্ষুদ্র উদ্ভিদজাত এলাকা নিয়ে গঠিত।
-
ভিক্টোরিয়া মরুভূমি বনভূমি, খড়খড়ে মাটির অঞ্চল এবং ছোট নদী দ্বারা বিভক্ত।
এছাড়াও বিশ্বের অন্যান্য প্রধান মরুভূমি ও তাদের অবস্থান:
-
পাতাগোনিয়া মরুভূমি: চিলি ও আর্জেন্টিনা
-
থার মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
-
আতাকামা মরুভূমি: চিলি
-
কালাহারি মরুভূমি: নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা
-
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি: অস্ট্রেলিয়া

0
Updated: 1 week ago