A
প্রশাসক
B
মহাপরিচালক
C
মহাসচিব
D
প্রেসিডেন্ট
উত্তরের বিবরণ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) ও প্রশাসক
-
পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।
-
মূল কাজ: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক সহায়তা দেওয়া।
প্রশাসক:
-
UNDP-এর শীর্ষ পদ হলো প্রশাসক।
-
প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে কাজ করেন, যেখানে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা থাকেন।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট

0
Updated: 6 days ago
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
Created: 1 week ago
A
২০০ নটিকেল মাইল
B
৩০০ নটিকেল মাইল
C
৩৫০ নটিকেল মাইল
D
৪৫০ নটিকেল মাইল
সমুদ্র আইন ও উপকূলীয় রাষ্ট্রের সীমা (UNCLOS ১৯৮২)
১৯৮২ সালের United Nations Convention on the Law of the Sea (UNCLOS) অনুযায়ী, উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র সীমা ও সম্পদের অধিকার নির্ধারণ করা হয়েছে। এর প্রধান নিয়মগুলো হলো:
-
রাজনৈতিক সমুদ্রসীমা (Territorial Sea): ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
অর্থনৈতিক সীমারেখা (Exclusive Economic Zone – EEZ): ভিত্তি রেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
-
মহীসোপান (Continental Shelf): সর্বোচ্চ ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত, যেখানে রাষ্ট্র তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারে।
UNCLOS-এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু:
-
মৎস্য শিকার ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার
-
নৌচলাচল ও আন্তর্জাতিক জাহাজ চলাচল
-
গভীর সমুদ্র তল ও বৈজ্ঞানিক গবেষণা
-
সমুদ্র দূষণ ও পরিবেশ সংরক্ষণ
সংক্ষিপ্ত তথ্য:
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
উৎস: Britannica ও UN ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Created: 1 week ago
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 week ago
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭৭
B
১৯৭৮
C
১৯৭৯
D
১৯৮১
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে।
-
এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে, যুক্তরাজ্যে।
-
বর্তমানে সংস্থাটির মহাসচিবের পদে আছেন অ্যাগনেস ক্যালামার্ড।
-
১৯৭৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
বিশেষ দ্রষ্টব্য: অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্সের নাগরিক, ২০২১ সালে এই সংস্থার মহাসচিব হিসেবে নিযুক্ত হন।
তথ্যের উৎস: Amnesty International-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago