IAEA-এর সদর দপ্তর হচ্ছে:
A
জেনেভা
B
ভিয়েনা
C
ওয়াশিংটন
D
প্যারিস
উত্তরের বিবরণ
IAEA-এর সদর দপ্তর ও তথ্য
IAEA বা International Atomic Energy Agency হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা পারমাণবিক শক্তি সংক্রান্ত নিরাপত্তা, গবেষণা এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ১৯৫৭
-
সদস্য দেশ: ১৭৮টি (সর্বশেষ: গিনি)
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)
-
বিশেষ অর্জন: ২০০৫ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালে
উৎস: IAEA ওয়েবসাইট

0
Updated: 1 month ago
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় :
Created: 1 month ago
A
থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক-এর লেখনী থেকে
B
ম্যাগনা কার্টা থেকে
C
গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
D
কনফুসিয়ানিজম থেকে
প্রাকৃতিক আইন
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে।
• দার্শনিকদের মতবাদ:
- ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ও আধুনিক গণতন্ত্রের জনক জন লক ‘টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট’ গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করেছেন।
- হবসের মতো লকও প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন।
- তবে জন লকের মতে, প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন ছিল। মানুষ প্রাকৃতিক আইন মেনে চলত, তার মতে প্রকৃতির রাজ্য ছিল শান্তিময় ও সম্পদে পরিপূর্ণ।
- মানুষেরা নিজের ইচ্ছামত প্রকৃতির আইন ব্যাখ্যা করতে থাকে।
- কেননা আইনের ব্যাখ্যা কিংবা প্রয়োগের জন্য কোন সাধারণ কর্তৃপক্ষ ছিল না। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রকৃতির রাজ্যের অধিবাসীরা দুটি চুক্তি করে।
• চুক্তিদ্বয়:
- প্রথম চুক্তি সম্পাদিত হয় আদিবাসীদের মধ্যে। তারা একটি সাধারণ কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অধিকার পরিত্যাগে সম্মত হয়।
- দ্বিতীয় চুক্তি করা হয় সমাজ পরিচালনার নিমিত্তে। সমাজ বা সম্প্রদায় শর্তসাপেক্ষে সরকারকে কিছু ক্ষমতা দান করে।
• চুক্তির শর্ত:
- চুক্তির শর্ত অনুযায়ী সরকার জনগণের জীবন, সম্পদ ও স্বাধীনতা রক্ষা করবে। এসব শর্ত পূরণে সরকার ব্যর্থ হলে জনগণের অধিকার আছে সরকারকে ক্ষমতাচ্যুত করার। এভাবে লক সামাজিক চুক্তির মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন।
উৎস: পৌরনীতি ও সুশাসন, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
Created: 1 month ago
A
ভারতীয় জনতা পার্টি
B
কমুনিস্ট পার্টি
C
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
D
বহুজন সমাজ পার্টি
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি ছিল ভারতবর্ষের সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন।
-
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে।
-
এর প্রতিষ্ঠাতা ছিলেন ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান হিউম।
-
প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী।
-
এর আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন, যা কংগ্রেস গঠনের পথ সুগম করেছিল।
অতএব, ভারতীয় উপমহাদেশের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 1 month ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 1 month ago