বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা -
A
৩৩
B
১৫
C
৭৭
D
২১ (ভুল উত্তর, ব্যাখ্যা দেখুন)
উত্তরের বিবরণ
NAM (Non-Aligned Movement) বা জোট-নিরপেক্ষ আন্দোলন
-
NAM হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ চুক্তি থেকে নিরপেক্ষ থাকার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
NAM-এর ধারণা প্রথম ১৯৫৫ সালের ১৮–২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সে সামনে আসে।
-
এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর, ১৯৬১, এবং প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, ইউগোস্লাভিয়া, ১–৬ সেপ্টেম্বর ১৯৬১।
-
বর্তমানে NAM-এর মোট সদস্য সংখ্যা ১২১টি, যার সভাপতি ইলহাম ইলিয়েভ।
-
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্য হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে নম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে (আলজিয়ার্স)।
-
সর্বশেষ ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।
উৎস: NAM অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
Created: 1 month ago
A
রাশিয়া
B
ডেনমার্ক
C
সুইডেন
D
ইংল্যান্ড
ফিনল্যান্ড উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলে অবস্থিত এবং “হাজার হ্রদের দেশ” হিসেবে পরিচিত। দেশের প্রাকৃতিক দৃশ্য প্রধানত ঘন বন ও অসংখ্য হ্রদে পরিপূর্ণ। ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো হেলসিঙ্কি, এবং দেশের পশ্চিম সীমান্ত সুইডেনের সাথে এবং পূর্ব সীমান্ত রাশিয়ার সাথে সংযোগযুক্ত। ইতিহাস অনুযায়ী, ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত ফিনল্যান্ড দীর্ঘ সময় সুইডেনের উপনিবেশ ছিল এবং সেই সময় সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসেবে ব্যবহার করতো। ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা নামে পরিচিত।
উল্লেখযোগ্য তথ্য:
-
কয়েক হাজার বছর আগে ফিনল্যান্ড সম্পূর্ণ বরফে ঢাকা ছিল।
-
বরফের চাপে ভূমির স্থানে স্থানীয়ভাবে অবনমন ঘটে, যা হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।

0
Updated: 1 month ago
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 1 week ago
A
ESCWA
B
ESCAP
C
ECLAC
D
ECE
জাতিসংঘ বা United Nations হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বশান্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে। এর অধীনে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য Economic and Social Council (ECOSOC)-এর অধীনে পাঁচটি আঞ্চলিক কমিশন রয়েছে।
-
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP): Asia-Pacific region-এর দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে।
-
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA): West Asia বা Middle East-এর দেশগুলোর জন্য regional development এবং policy guidance প্রদান করে।
-
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC): Latin America এবং Caribbean-এর অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নীতি সমন্বয় করে।
-
ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE): Europe-এর দেশগুলোর মধ্যে trade, economic integration এবং sustainable development ত্বরান্বিত করে।
-
আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA): African countries-এর অর্থনৈতিক উন্নয়ন, regional integration এবং poverty reduction-এ কাজ করে।

0
Updated: 1 week ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)

0
Updated: 1 month ago