Yalta Conference-এর একটি লক্ষ্য ছিল:
A
বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
B
জিব্রালটার প্রণালীর সুরক্ষা
C
জাতিসংঘ প্রতিষ্ঠা
D
যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
উত্তরের বিবরণ
ইয়াল্টা সম্মেলন (Yalta Conference)
-
কবে ও কোথায়: ১৯৪৫ সালের ৪–১১ ফেব্রুয়ারি, সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে।
-
কারা উপস্থিত ছিলেন: মিত্রশক্তির তিন নেতা – ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট (মার্কিন যুক্তরাষ্ট্র), উইনস্টন চার্চিল (যুক্তরাজ্য) ও জোসেফ স্ট্যালিন (সোভিয়েত ইউনিয়ন)।
-
পরিস্থিতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে, জার্মানির পরাজয় প্রায় নিশ্চিত।
-
আলোচ্য বিষয়:
-
আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য একটি প্রতিষ্ঠান, যা পরবর্তীতে জাতিসংঘ (United Nations) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
জার্মানির ভবিষ্যৎ ভাগ্য।
-
পোল্যান্ডের ভবিষ্যত ও রাজনৈতিক সমস্যা।
-
-
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা (Veto Power) নির্ধারণ করা হয়।
ইয়াল্টা সম্মেলনকে ক্রিমিয়া সম্মেলন হিসেবেও উল্লেখ করা হয়।
উৎস: History.com

0
Updated: 1 month ago
নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
Created: 1 month ago
A
ভারত-নেপাল
B
ভারত-পাকিস্তান
C
ভারত-চীন
D
ভারত-ভুটান
নাথু লা পাস ভারত ও চীনের সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ, যা তিব্বত ও সিকিমের সীমান্তে রয়েছে। এটি চীনের প্রাচীন সিল্ক রোডের অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উঁচুতে অবস্থান করছে।
বর্তমানে নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে বাণিজ্যের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
-
নাথু লা পাস ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত।
-
এটি চীন ও ভারতের মধ্যে একটি প্রাচীন ও ঐতিহাসিক গিরিপথ।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ১৪,৪৫০ ফুট।
-
চীনের প্রাচীন সিল্ক রোডের একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
-
বর্তমানে এটি চীন-ভারতের বাণিজ্যের জন্য ব্যবহৃত প্রধান রুট।

0
Updated: 1 month ago
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
Created: 1 month ago
A
কিলাে-ক্লাস
B
মিং-ক্লাস
C
ডলফিন-ক্লাস
D
শ্যাং-ক্লাস
বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে, যা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাবমেরিনগুলি চীনের মিং-ক্লাস (টাইপ ০৩৫) ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১২ সালে চীনের সঙ্গে দুটি মিং-ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়।
-
১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ড থেকে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
-
সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা'।
-
আইএসপিআর জানিয়েছে, প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭.৬ মিটার।
-
সাবমেরিনগুলি টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১৭ সালে এই দুটি চীনা সাবমেরিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়।

0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
Created: 1 month ago
A
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
B
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
C
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
D
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
IFAD: IFAD-এর পূর্ণরূপ হলো International Fund for Agricultural Development, যা জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল হিসেবে কাজ করে।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে, এবং এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭৮টি, যার মধ্যে সর্বশেষ সদস্য হলো সার্বিয়া।
ILO: ILO-এর পূর্ণরূপ হলো International Labour Organization, যা জাতিসংঘের শ্রম সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭টি, এবং মহাপরিচালক হলো গিলবার্ট হোংবো। ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
FAO : FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়। FAO ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), এবং মহাপরিচালক হলো ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
ASEAN Regional Forum (ARF) : ASEAN Regional Forum প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, যা আসিয়ান আঞ্চলিক ফোরাম হিসেবে পরিচিত। এটি জাতিসংঘের সংস্থা নয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৭টি,
যা হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।

0
Updated: 1 month ago