জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
A
৮০ বিলিয়ন ডলার
B
১০০ বিলিয়ন ডলার
C
১৫০ বিলিয়ন ডলার
D
২০০ বিলিয়ন ডলার
উত্তরের বিবরণ
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund)
গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) গঠিত হয় ২০১০ সালে, যার মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করা।
ফান্ডটির মাধ্যমে এসব দেশকে অর্থ সহায়তা প্রদান করা হয় যাতে তারা কার্বন নির্গমন কমাতে পারে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে সক্ষম হয়।
ফান্ডটি প্রথম ঘোষণা করা হয় মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে, যেখানে বিশ্বের নেতারা বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতি সম্মতি জানায়। সম্মেলনের সময়, দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সদর দফতর: ইনচন, দক্ষিণ কোরিয়া।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
Created: 2 months ago
A
১৭৮৯
B
১৭৯১
C
১৭৯৫
D
১৮০০
ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)
-
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনীতি, সমাজ ও চিন্তার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে।
-
এর মূল স্লোগান ছিল "স্বাধীনতা, সাম্য, মৈত্রী"।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে জনগণ রাজতন্ত্রের দমননীতির প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করলে বিপ্লব শুরু হয়।
-
বিপ্লব প্রায় ১০ বছর ধরে চলে এবং ১৭৯৯ সালে শেষ হয়।
অতিরিক্ত তথ্য
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের অনুপ্রেরণার পেছনে লেখনীর মাধ্যমে বড় ভূমিকা রেখেছিলেন রুশো ও ভলতেয়ার।
-
নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় "ফরাসি বিপ্লবের শিশু"।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago
জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
Created: 1 month ago
A
বাস্তববাদ
B
মার্ক্সবাদ
C
গঠনবাদ
D
উদারতাবাদ
জিরো-সাম গেম (Zero-Sum Game) এবং আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব
জিরো-সাম গেম কী?
জিরো-সাম গেম হলো গেম থিওরির একটি গুরুত্বপূর্ণ ধারণা। এতে বলা হয় যে, কোনো দুটি বা ততোধিক পক্ষ যখন একটি নির্দিষ্ট সম্পদ পেতে চেষ্টা করে, তখন এক পক্ষ যা জিতবে, ঠিক সেই পরিমাণ অন্য পক্ষ হারাবে। অর্থাৎ, সব পক্ষের নিট (net) লাভ-ক্ষতি মিলিয়ে ফলাফল শূন্য হবে।
জিরো-সাম গেমের মূল বৈশিষ্ট্য:
-
চাহিদার তুলনায় সম্পদের যোগান সর্বদা সীমিত থাকে।
-
সম্পদের মোট পরিমাণ অপরিবর্তিত থাকে; নতুন কিছু তৈরি হয় না বা নষ্ট হয় না।
-
সব পক্ষের নেট পরিবর্তন মিলিয়ে শূন্য হয়।
বাস্তববাদ (Realism) ও জিরো-সাম গেম
বাস্তববাদের মূল ধারণা
-
মানুষ স্বভাবতই স্বার্থপর এবং বিশৃঙ্খল।
-
যেহেতু মানুষ বিশৃঙ্খল, তাই রাষ্ট্রও প্রায়শই দ্বন্দ্বে জড়িত থাকে।
-
রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক শক্তি বৃদ্ধি করা।
-
বাস্তববাদের দৃষ্টিতে আন্তর্জাতিক সম্পর্ক হলো এক ধরনের জিরো-সাম গেম, যেখানে এক পক্ষ জিতবে এবং অন্য পক্ষ হারবে।
উদাহরণ:
-
বর্তমান বিশ্বে আমেরিকার আগ্রাসী নীতি বাস্তববাদের উদাহরণ।
উদারতাবাদ (Liberalism)
উদারতাবাদের মূল ধারণা:
-
মানুষের প্রগতি ও মুক্তি নিশ্চিত করা।
-
ব্যক্তির স্বাতন্ত্র্য ও সম্ভাবনাকে বিকাশের সুযোগ দেওয়া।
-
শুধুমাত্র রাজনৈতিক জীবন নয়, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে মানুষের কল্যাণ এবং স্বাধীনতার জন্য কাজ করা।
উৎস: Investopedia, Zero-Sum Game Definition & Examples,

0
Updated: 1 month ago
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
Created: 1 month ago
A
এবোটাবাদ
B
বালাকোট
C
কোয়েটা
D
গিলগিট
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। এটি বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

0
Updated: 1 month ago