নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
A
ভারত
B
চীন
C
মিয়ানমার
D
আফগানিস্তান
উত্তরের বিবরণ
চীন: সর্বাধিক সীমান্তবর্তী দেশ
চীন, যা পূর্ব এশিয়ায় অবস্থিত, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এর রাজধানী বেইজিং এবং সরকারি মুদ্রা ইউয়ান। দেশের প্রধান ভাষা মান্দারিন এবং আইনসভা হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। বর্তমানে রাষ্ট্রপতি শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
চীনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর বৃহৎ সংখ্যক প্রতিবেশী দেশ। চীনের সঙ্গে মোট ১৪টি দেশের স্থল সীমান্ত আছে। এই দেশগুলো হলো:
-
আফগানিস্তান
-
ভুটান
-
ভারত
-
কাজাখস্তান
-
কিরগিজস্তান
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
মায়ানমার
-
নেপাল
-
উত্তর কোরিয়া
-
পাকিস্তান
-
রাশিয়া
-
তাজিকিস্তান
-
ভিয়েতনাম
তুলনামূলকভাবে, ভারতের সঙ্গে ৮টি দেশ, মিয়ানমারের সঙ্গে ৫টি দেশ এবং আফগানিস্তানের সঙ্গে ৬টি দেশের সীমান্ত রয়েছে।
সর্বাধিক সংখ্যক প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত রাষ্ট্রের তালিকা:
-
চীন – ১৪টি দেশ
-
রাশিয়া – ১৪টি দেশ
-
ব্রাজিল – ১০টি দেশ
-
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র – ৯টি দেশ
-
জার্মানি – ৯টি দেশ
উৎস: WorldAtlas

0
Updated: 1 month ago
১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
Created: 3 weeks ago
A
১৮০ নং প্রস্তাব
B
১৮১ নং প্রস্তাব
C
১৬০ নং প্রস্তাব
D
১৬১ নং প্রস্তাব
১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তাইন বিভাজনের পরিকল্পনা প্রণয়ন করে যা রেজুলেশন ১৮১-এর মাধ্যমে গৃহীত হয়। এই রেজুলেশন অনুযায়ী ফিলিস্তাইনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব করা হয়—
একটি ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) এবং একটি আরব রাষ্ট্র (ফিলিস্তিন)। তবে আরব জনগণ এটি প্রত্যাখ্যান করে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করে।
-
জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ (UN Resolution 181):
• "Partition Plan for Palestine" নামে পরিচিত।
• ১৯৪৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব করা হয়।
• গৃহীত হয় ২৯ নভেম্বর, ১৯৪৭। -
ফলাফল:
• ফিলিস্তিনের আরব জনগণ পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে।
• ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আরব জনগণের জন্য বড় বিপর্যয় সৃষ্টি হয়।
• ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়, যা ইসরায়েলি বাহিনী ও আরব দেশগুলির মধ্যে সংঘর্ষে পরিণত হয়।
• প্রায় ৭ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে তাদের পূর্বপুরুষের ভূমি থেকে বিতাড়িত হয়।
• ফিলিস্তিনিরা এই ঘটনার পর থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করে যা আজও চলমান। -
ফিলিস্তিন মুক্তি সংগঠন (PLO) প্রতিষ্ঠা:
• ১৯৬৪ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনের সময় ফিলিস্তিনিরা একত্র হয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠন করে।
• ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে।
• সামরিক নেতা ইয়াসির আরাফাত নেতৃত্বাধীন ফাতাহ সংগঠন পিএলওতে যুক্ত হয় এবং নিয়ন্ত্রণ গ্রহণ করে।
• বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ১৯৯৩ সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) প্রতিষ্ঠিত হয়।
• চুক্তির আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর ও গাজার কিছু অংশের ওপর সীমিত কর্তৃত্ব দেওয়া হয়।

0
Updated: 3 weeks ago
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
Created: 1 month ago
A
চীন, রাশিয়া
B
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
C
জাপান, থাইল্যান্ড
D
তাইওয়ান, হংকং
সানশাইন পলিসি (Sunshine Policy)
-
সানশাইন পলিসি মূলত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য তৈরি করা হয়।
-
১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এই নীতি গ্রহণ করে।
-
নীতির উদ্দেশ্য ছিল দুই কোরিয়ার মধ্যে বৈঠক ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করা।
-
এই নীতি ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত কার্যকর ছিল।
মূল প্রবক্তা:
-
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং ছিলেন।
-
সানশাইন পলিসি বাস্তবায়নের কারণে তিনি ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
নীতির মূল তিনটি দিক:
-
উত্তরের কোনো সশস্ত্র উস্কানিকে সহ্য করা হবে না।
-
দক্ষিণ কোনোভাবেই উত্তরের উপর আধিপত্য বিস্তার করবে না।
-
দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতার প্রচেষ্টা করবে।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
আকাবা একটি-
Created: 1 month ago
A
সমুদ্র বন্দর
B
বিমান বন্দর
C
স্থল বন্দর
D
নদী বন্দর
আকাবা জর্ডানের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, যা দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধু জর্ডানের প্রধান সমুদ্র প্রবেশপথই নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও একটি কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
-
আকাবা জর্ডানের সমুদ্র বন্দর
-
কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে লাল সাগরের দ্বিতীয় ব্যস্ততম বন্দর
-
জর্ডানের বাজারের প্রাথমিক প্রবেশদ্বার
-
আঞ্চলিক দেশগুলোর মধ্যে পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট

0
Updated: 1 month ago