লাওসের (Laos) সরকারি নাম কি?
A
Loas People's Democratic Republic
B
Republic of Laos
C
Kingdom of Laos
D
Democratic Republic of Laos
উত্তরের বিবরণ
লাওস
লাওস (Laos) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবদ্ধ দেশ। এর সরকারী নাম “Laos People’s Democratic Republic”। দেশটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তর-পশ্চিমে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত।
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৭৫ সালে এখানে কমিউনিস্ট শাসকরা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশকে মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের ভিত্তিতে পরিচালনা শুরু করে।
-
রাজধানী: ভিয়েনতিয়েন
-
বর্তমান প্রধানমন্ত্রী: সোনেক্সে সিফানডোন
-
আইনসভা: জাতীয় পরিষদ
-
মুদ্রা: কিপ
-
সরকারি ভাষা: লাও
সূত্র: Britannica

0
Updated: 1 month ago
জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
এডেন উপসাগরের পাশে
B
প্রশান্ত মহাসাগরে
C
দক্ষিণ আমেরিকায়
D
দক্ষিণ চীন সাগরে
জিবুতি হলো উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি প্রজাতান্ত্রিক দেশ, যা ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
এটি হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং অঞ্চলে ছোট্ট একটি দেশ হলেও সাগরপথ ও প্রতিবেশী দেশগুলোর কারণে কৌশলগত গুরুত্ব বহন করে।
-
জিবুতি লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত।
-
এর সীমান্তে দক্ষিণে সোমালিয়া, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে ইরিত্রিয়া এবং পূর্বে লোহিত সাগর ও ইয়েমেন উপসাগর রয়েছে।
-
দেশের রাজধানী এবং বৃহত্তম শহর হলো জিবুতি।
-
রাষ্ট্রধর্ম ইসলাম।
-
মুদ্রা হলো জিবুতিয়ান ফ্রাঙ্ক।
-
জিবুতি পূর্বে ফ্রান্সের উপনিবেশ হিসেবে পরিচিত ছিল।
-
১৮৯৬ থেকে ১৯৬৭ পর্যন্ত দেশটি ফরাসি সোমালিল্যান্ড নামে পরিচিত ছিল।
-
১৯৭৭ সালে জিবুতি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
-
দেশের গুরুত্বপূর্ণ জলাশয় হলো লেক আবি এবং লেক আসাল।

0
Updated: 1 month ago
ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
Created: 1 month ago
A
UNIMOG
B
UNIIMOG
C
UNGOMAP
D
UNICEF
UNIIMOG শব্দটির পূর্ণরূপ হলো United Nations Iran-Iraq Military Observer Group। এটি জাতিসংঘ কর্তৃক গঠিত একটি সামরিক পর্যবেক্ষক দল, যা ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে শান্তি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হয়।
তথ্যসমূহ হলো
-
UNIIMOG হলো জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ।
-
১৯৮৮ সালে জাতিসংঘ এই গ্রুপকে প্রেরণ করে যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি বজায় রাখার জন্য।
-
বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ করে।
-
ওই বছর বাংলাদেশ দুটি মিশনে অংশ নেয়—একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য পাঠায় এবং আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।

0
Updated: 1 month ago
ক্ষুদ্রতম মহাদেশ :
Created: 1 week ago
A
অস্ট্রেলিয়া
B
ইউরোপ
C
আফ্রিকা
D
দক্ষিণ আমেরিকা
বিশ্বের বিভিন্ন মহাদেশের আয়তন এবং অস্ট্রেলিয়ার বিশেষত্ব
বিশ্বের মহাদেশগুলো আয়তন অনুযায়ী বিভিন্ন এবং প্রতিটি মহাদেশের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। নিচে Word Atlas অনুযায়ী মহাদেশগুলোর আয়তন তালিকাভুক্ত করা হলো:
-
এশিয়া (Asia) - ৪৪,৫৭৯,০০০ বর্গকিলোমিটার। এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং সবচেয়ে বেশি জনসংখ্যার অধিকারী।
-
আফ্রিকা (Africa) - ৩০,৩৭০,০০০ বর্গকিলোমিটার। আফ্রিকা তার বৈচিত্র্যপূর্ণ জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত।
-
উত্তর আমেরিকা (North America) - ২৪,৭০৯,০০০ বর্গকিলোমিটার। এখানে বিভিন্ন দেশের মধ্যে বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি রয়েছে।
-
দক্ষিণ আমেরিকা (South America) - ১৭,৮৪০,০০০ বর্গকিলোমিটার। অ্যামাজন রেইনফরেস্ট এবং বড় নদী যেমন অ্যামাজন রিভার এই মহাদেশকে বিশেষ করেছে।
-
এন্টার্কটিকা (Antarctica) - ১৪,২০০,০০০ বর্গকিলোমিটার। পৃথিবীর শীতলতম মহাদেশ, যা প্রায় সম্পূর্ণ বরফে ঢাকা।
-
ইউরোপ (Europe) - ১০,১৮০,০০০ বর্গকিলোমিটার। ইউরোপ তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত।
-
অস্ট্রেলিয়া (Australia) - ৮,৫২৫,৯৮৯ বর্গকিলোমিটার। Australia is the world’s smallest continent and the second least populated.
অস্ট্রেলিয়ার বিশেষ কিছু তথ্য:
-
অস্ট্রেলিয়া মহাদেশকে কখনো কখনো Oceania নামেও বলা হয়। This term is used to differentiate the region from the country of Australia, but Oceania itself is not a continent; it’s a continental grouping.
-
অস্ট্রেলিয়া হলো বিশ্বের একমাত্র দেশ যা একই সঙ্গে মহাদেশও বটে।

0
Updated: 1 week ago