১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
A
২
B
৩
C
৪
D
৫
উত্তরের বিবরণ
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com

0
Updated: 1 month ago
সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
Created: 1 month ago
A
বাহরাইন
B
সংযুক্ত আরব আমিরাত
C
মিশর
D
কুয়েত
৫ জুন ২০১৭ সালে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সংকট:
ছয়টি দেশ—সৌদি আরব, মিশর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন—কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তবে কুয়েত এই সময়ে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল।
উৎস: BBC

0
Updated: 1 month ago
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 1 month ago
A
জিব্রাল্টার প্রণালী
B
বসফরাস প্রণালী
C
বাব এল মান্দেব প্রণালী
D
বেরিং প্রণালী
বাব এল-মান্দেব প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ যা এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এবং ভারত মহাসাগর, লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি আরব উপদ্বীপের ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়ার মধ্যে অবস্থান করছে।
-
বাব এল-মান্দেব প্রণালী আরবি ভাষায় বাব আল-মান্দব নামে পরিচিত, যার অর্থ 'কান্নার দ্বার'।
-
প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।
-
পশ্চিম চ্যানেলটি ২৬ কিমি প্রশস্ত,
-
পূর্ব চ্যানেলটি ৩ কিমি প্রশস্ত।
-
-
সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত থাকায় এটি ভূমধ্যসাগর ও পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রচনা করে।
অন্যান্য প্রধান প্রণালীসমূহের মধ্যে:
-
জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
-
বেরিং প্রণালী এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
-
বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

0
Updated: 1 month ago
লাওসের (Laos) সরকারি নাম কি?
Created: 1 month ago
A
Loas People's Democratic Republic
B
Republic of Laos
C
Kingdom of Laos
D
Democratic Republic of Laos
লাওস
লাওস (Laos) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবদ্ধ দেশ। এর সরকারী নাম “Laos People’s Democratic Republic”। দেশটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তর-পশ্চিমে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত।
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৭৫ সালে এখানে কমিউনিস্ট শাসকরা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশকে মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের ভিত্তিতে পরিচালনা শুরু করে।
-
রাজধানী: ভিয়েনতিয়েন
-
বর্তমান প্রধানমন্ত্রী: সোনেক্সে সিফানডোন
-
আইনসভা: জাতীয় পরিষদ
-
মুদ্রা: কিপ
-
সরকারি ভাষা: লাও
সূত্র: Britannica

0
Updated: 1 month ago