প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
A
৯
B
১২
C
১৩
D
১৪
উত্তরের বিবরণ
উড্রো উইলসনের ১৪ দফা ও জাতিসংঘের ভিত্তি
উড্রো উইলসন
-
উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট।
-
১৯১৮ সালের ৮ জানুয়ারি, তিনি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠা এবং ইউরোপে স্থায়ী স্থিতিশীলতার জন্য একটি বক্তৃতা দেন।
-
এই বক্তৃতায় তিনি ১৪ দফার প্রস্তাবনা উপস্থাপন করেন।
-
এর ১৪ নং দফায় তিনি একটি আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ জাতিসংঘ বা লীগ অব নেশনস (League of Nations) গঠনের আহ্বান জানান, যা বিশ্বে শান্তি ও সহযোগিতা নিশ্চিত করবে।
লীগ অব নেশনস (League of Nations):
-
এটি প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
-
১৯২০ সালের ১০ জানুয়ারি, প্যারিস শান্তি সম্মেলনে গঠন করা হয়।
-
প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
-
উদ্যোক্তা: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মূল লক্ষ্য:
-
সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা।
-
একে অপরকে আক্রমণ থেকে বিরত রাখা।
-
কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা হলে সম্মিলিতভাবে সহায়তা করা।
-
সংখ্যালঘু সমস্যার সমাধান ও ম্যান্ডেট বিষয়ক আলোচনা।
-
সংগঠন ও কার্যক্রম:
-
দুটি মূল অঙ্গ: কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
-
শক্তিশালী ৫ রাষ্ট্রের সদস্য: ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান।
-
পাশাপাশি ৪টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
-
১৯৩০-এর দশকে বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হওয়ার পর, সাংগঠনিক দুর্বলতার কারণে এটি ২০ এপ্রিল ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
Created: 1 week ago
A
হেনরি ডুন্যান্ট
B
নেলসন ম্যান্ডেলা
C
মেলভিন জোন্স
D
রবার্ট ব্যাডেন পাওয়েল
স্কাউট আন্দোলন (Scout Movement) হলো একটি বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন, যা তরুণদের চরিত্র, নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্ববোধ গঠন করার দিকে মনোযোগ দেয়। এটি যুবকদের শারীরিক, মানসিক, নৈতিক এবং সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯০৭
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
• মূল উদ্দেশ্য:
-
তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
-
মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
-
মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা এবং চরিত্রগঠন

0
Updated: 1 week ago
IUCN এর কাজ হলাে বিশ্বব্যাপী-
Created: 1 month ago
A
পানি সম্পদ রক্ষা করা
B
সন্ত্রাস দমন করা
C
প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
D
পরিবেশ দূষণ রােধ করা
IUCN বা International Union for the Conservation of Nature হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে। এই সংস্থার লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা এবং প্রজাতির অস্তিত্ব রক্ষা করা।
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮, ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
-
কার্যক্রম: বিশ্বের ১৭০টির অধিক দেশে কাজ করছে।
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
-
প্রজাতির বিভাগ: IUCN প্রজাতিকে নয়টি বিভাগে ভাগ করে—মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
-
প্রথম অধিবেশন: ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন: বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত।

0
Updated: 1 month ago
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
Created: 2 months ago
A
১৯৭৭
B
১৯৭৮
C
১৯৭৯
D
১৯৮১
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে।
-
এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে, যুক্তরাজ্যে।
-
বর্তমানে সংস্থাটির মহাসচিবের পদে আছেন অ্যাগনেস ক্যালামার্ড।
-
১৯৭৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
বিশেষ দ্রষ্টব্য: অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্সের নাগরিক, ২০২১ সালে এই সংস্থার মহাসচিব হিসেবে নিযুক্ত হন।
তথ্যের উৎস: Amnesty International-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago