A
হাইড্রোজেন
B
হিলিয়াম
C
ডিউটেরিয়াম
D
ইউরেনিয়াম
উত্তরের বিবরণ
হাইড্রোজেন (H) পরমাণু
-
হাইড্রোজেন একটি মৌল, যার প্রতীক হচ্ছে H এবং সাধারণত এটি H₂ আকারে বিদ্যমান।
-
এর পারমাণবিক সংখ্যা ১ এবং ভর সংখ্যাও ১।
-
একটি হাইড্রোজেন পরমাণুতে কেন্দ্রের বাইরে একটি কক্ষপথে মাত্র ১টি ইলেকট্রন থাকে এবং কেন্দ্রে থাকে ১টি প্রোটন।
-
সাধারণ হাইড্রোজেন পরমাণু, যাকে প্রোটিয়াম বলা হয়, এতে নিউট্রন অনুপস্থিত।
-
তবে হাইড্রোজেনের আরও দুটি আইসোটোপ রয়েছে:
-
ডিউটেরিয়াম (²H) – এতে ১টি প্রোটন ও ১টি নিউট্রন থাকে।
-
ট্রিটিয়াম (³H) – এতে ১টি প্রোটন ও ২টি নিউট্রন থাকে।
-
-
"হাইড্রোজেন পরমাণু" বলতে সাধারণত প্রোটিয়ামকেই বোঝানো হয়।
উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 2 months ago