A
৫০%
B
৫৮%
C
৬২%
D
৬৬%
উত্তরের বিবরণ
সুন্দরবন
সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ এলাকায় বিস্তৃত। ভৌগোলিক অবস্থান অনুযায়ী বনটি কর্কটক্রান্তির কিছুটা দক্ষিণে ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে।
এই বিশাল বনভূমির মোট আয়তনের প্রায় ৬২ শতাংশ বাংলাদেশের ভেতরে পড়েছে। বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৬,০১৭ বর্গকিলোমিটার, যা দেশের সবচেয়ে বড় একক বনভূমি। বনের বাকি অংশ ভারতের অন্তর্গত।
সুন্দরবন মূলত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বিস্তৃত। এখানে প্রধান বৃক্ষ হলো সুন্দরী গাছ, যাকে কেন্দ্র করে বনটির নামকরণ হয়েছে। এছাড়া বনটিতে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি বৃক্ষও প্রচুর পরিমাণে জন্মে।
এসব কারণে সুন্দরবনকে শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে গণ্য করা হয়।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, বনবিভাগ, ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেণি)।

0
Updated: 6 days ago
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
Created: 1 month ago
A
২৪০০ বর্গমাইল ১
B
৯৫০ বর্গমাইল
C
৯২৫ বর্গমাইল
D
২০০ বর্গমাইল
সুন্দরবনের মোট আয়তন ৩৮৬০ বর্গমাইল বা ১০০০০ বর্গকি.মি প্রায়।
- এর মধ্যে ৩/৫ অংশ বা ২৩১৮ বর্গমাইল বা ৬০০০ বর্গকি.মি বাংলাদেশ অংশে পড়েছে।
- কাছাকাছি অপশন হিসাবে ক) ২৪০০ বর্গমাইল অপশনটি নেওয়া হলো।
উল্লেখ্য,
- ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়।
- এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন।
উৎস: বাংলাদেশ বনবিভাগ ওয়েবসাইট ও ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
Created: 3 months ago
A
৬০১৭ বর্গ কিলোমিটার
B
৪১০০ বর্গ কিলোমিটার
C
৫৮০০ বর্গ কিলোমিটার
D
৬৯০০ বর্গ কিলোমিটার
সুন্দরবন
-
সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি।
-
এর মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার।
-
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার, যা মোট আয়তনের প্রায় ৬২%।
-
৬ ডিসেম্বর ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ৭৯৮তম ওয়ার্ল্ড হেরিটেজ স্থল হিসেবে ঘোষণা করে।
-
সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো ‘সুন্দরী’ গাছ। এই গাছের নাম থেকেই বনের নাম ‘সুন্দরবন’।
-
সুন্দরবনের অন্যান্য উল্লেখযোগ্য গাছের মধ্যে রয়েছে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি।
উৎস: বনবিভাগ ওয়েবসাইট, ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।

0
Updated: 3 months ago