মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
A
১১.২ কি.মি
B
১২.২ কি.মি
C
১১.৮ কি.মি
D
১২.৮ কি.মি
উত্তরের বিবরণ
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার
-
দৈর্ঘ্য: ১১.৮ কিলোমিটার (র্যাম্পসহ)
-
অবস্থান: ঢাকার কেন্দ্রীয় এলাকায়, যা শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ।
-
উদ্বোধন: ২০১৩ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
নামকরণ: ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ-এর নামে।
-
গুরুত্ব: ফ্লাইওভারটি ব্যবহার করে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, মতিঝিলসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত যাতায়াত করা যায়।
ঢাকায় আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইওভার:
-
মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার
-
মগবাজার-মৌচাক ফ্লাইওভার
-
কুড়িল ফ্লাইওভার
-
মহাখালী ফ্লাইওভার
-
বনানী ফ্লাইওভার
-
তেজগাঁও লিংক ফ্লাইওভার
-
খিলগাঁও ফ্লাইওভার
উৎস: বাংলাপিডিয়া, দৈনিক ইনকিলাব

0
Updated: 1 month ago
অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
Created: 1 month ago
A
অশােক
B
শশাঙ্ক
C
মেগদা
D
ধর্মপাল
শশাঙ্ক
-
শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম (স্বাধীন) রাজা।
-
আনুমানিক ৬০৬ খ্রিস্টাব্দে তিনি গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
-
তার রাজ্য ‘গৌড়রাজ্য’ মূলত বাংলার উত্তর ও উত্তর-পশ্চিম অংশ এবং মগধ অঞ্চলে বিস্তৃত ছিল।
-
রাজধানী কর্ণসুবর্ণ ছিল, যা বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে প্রায় ১০ কিমি দক্ষিণ-পশ্চিমে রাঙ্গামাটি এলাকায় অবস্থিত।
-
শশাঙ্ক সনাতন হিন্দু ধর্মের অনুগত ছিলেন।
-
তিনি তার শাসনকালে গৌড় রাজ্যকে বিহার ও উড়িষ্যা পর্যন্ত সম্প্রসারণ করেছিলেন।
-
উত্তর ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হর্ষবর্ধন।
টিপ: অশোক ছিলেন সম্রাট, রাজা নন। অর্থাৎ, একটি সম্রাজ্যের মধ্যে অনেক রাজ্য থাকতে পারে এবং প্রতিটি রাজ্যের শাসককে ‘রাজা’ বলা হয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
Created: 1 month ago
A
আয়কর
B
ভূমিকর
C
আমদানি-রপ্তানি শুল্ক
D
মূল্য সংযােজন কর
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসগুলো বিভিন্ন ধরনের কর ও শুল্কের মাধ্যমে সংগৃহীত হয়। এই আয় সরকারকে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং জনসেবায় ব্যবহার করতে সহায়তা করে। প্রধান বিষয়গুলো নিম্নরূপ:
-
মূ্ল্য সংযোজন কর (ভ্যাট) হলো বাংলাদেশের সরকারের আয়ের সবচেয়ে বড় খাত।
-
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT – Value Added Tax) চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর, যা পণ্য ও সেবার ক্রয়ের সময় গ্রাহক থেকে আদায় করা হয়।
-
ভ্যাট থেকে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় সংগৃহীত হয়।
-
দ্বিতীয় প্রধান রাজস্ব উৎস হলো আয়কর, যা সরাসরি নাগরিক ও ব্যবসায়ীদের আয় থেকে আদায় করা হয়।
-
তৃতীয় প্রধান উৎস হলো সম্পূরক শুল্ক।
-
চতুর্থ প্রধান উৎস হলো আমদানি শুল্ক, যা বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত হয়।

0
Updated: 1 month ago
প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
রাঙামাটি
B
খাগড়াছড়ি
C
বান্দরবান
D
সিলেট
প্রান্তিক হ্রদ
প্রান্তিক হ্রদ বা প্রান্তিক লেক বান্দরবান জেলায় অবস্থিত। এটি প্রায় ২৫ একর এলাকা জুড়ে বিস্তৃত একটি কৃত্রিম জলাশয়। লেকটির চারপাশে বিভিন্ন প্রজাতির গাছগাছালি দেখা যায়।
অবস্থান:
-
বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া এলাকায় অবস্থিত।
-
জেলা সদর থেকে লেক পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব।
সুবিধা:
-
লেকের পাশে আছে উন্মুক্ত মাটির মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার এবং একটি উঁচু গোল ঘর।
বান্দরবান জেলা
-
বান্দরবান ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রামের অংশ হিসেবে জেলা ঘোষণা করা হয়।
-
১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অনুযায়ী অঞ্চলটি তিনটি সার্কেলে বিভক্ত হয়: চাকমা সার্কেল, মং সার্কেল এবং বোমাং সার্কেল।
-
বান্দরবান তৎকালীন সময়ে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত ছিল, তাই জেলার প্রাথমিক নাম ছিল বোমাং থং।
-
১৯৫১ সালে বান্দরবান মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে।
-
১৯৮১ সালের ১৮ এপ্রিল, বান্দরবান পার্বত্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে লামাসহ সাতটি উপজেলা অন্তর্ভুক্ত।
-
ভৌগোলিক অবস্থান: দক্ষিণে মায়ানমার, পূর্বে ভারত।
-
প্রধান পাহাড়ি অঞ্চল: মিরিঞ্জা, ওয়ালটং, তামবাং এবং পলিতাই।
-
প্রধান নদী: সাঙ্গু, মাতামুহুরী এবং বাঁকখালী।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago