'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
উত্তরের বিবরণ
জন্মই আমার আজন্ম পাপ
— দাউদ হায়দার
"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই, পালাই সুদূরে—
চারপাশে রৌদ্রের ঝলক।
বাসের দোতলায়, ফুটপাতে রুটির দোকানে,
দ্রুতগামী নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির ঝলমলে আলো—
ভাঙাচোরা মুখচ্ছবির খোঁজ…"
(সংক্ষিপ্ত)
দাউদ হায়দার সম্পর্কে সংক্ষেপে:
-
জন্ম: ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২
-
জন্মস্থান: দোহার, পাবনা
-
পরিচয়: একজন প্রথিতযশা লেখক, যিনি সাহিত্যজগতে তাঁর স্পষ্টভাষী ও আত্মজৈবনিক কবিতার জন্য পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
জন্মই আমার আজন্ম পাপ
-
এই শাওনে এই পরবাসে
-
আমি ভালো আছি তুমি
-
পাথরের পুঁথি
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
জন্মই আমার আজন্ম পাপ – দাউদ হায়দার

0
Updated: 3 months ago
'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
Created: 3 weeks ago
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
শেখ হাসিনা
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
এ. কে. ফজলুল হক
‘অসমাপ্ত আত্মজীবনী’
-
এই বইটির লেখক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-
তাঁর লেখা প্রথম বই হিসেবে এটি ২০১২ সালে প্রকাশিত হয়।
-
বইটি তিনি লিখেছিলেন ১৯৬৭ সালের দিকে, কারাগারে থাকার সময়।
-
এতে তিনি নিজের জন্মকাল থেকে শুরু করে পিতৃপুরুষদের গল্পও বর্ণনা করেছেন।
-
আত্মজীবনীর বিবরণ শেষ হয়েছে ১৯৫৪ সালের রাজনৈতিক ঘটনাবলির মাধ্যমে।
উৎস: প্রথম আলো, ১৪ আগস্ট ২০২০ এর প্রতিবেদন

0
Updated: 3 weeks ago
'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?
Created: 3 months ago
A
হাসান আজিজুল হক
B
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C
কাজী মোতাহার হোসেন
D
হুমায়ুন আজাদ
হুমায়ুন আজাদ
-
তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।
-
ছিলেন একজন প্রতিষ্ঠিত লেখক ও অধ্যাপক।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
-
২০০৪ সালের ১২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থসমূহ:
-
অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ)
-
কাফনে মোড়া অশ্রুবিন্দু
-
জ্বলো চিতাবাঘ
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
-
যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল
-
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
তার রচিত উপন্যাসসমূহ:
-
আব্বুকে মনে পড়ে
-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
-
সব কিছু ভেঙে পড়ে
-
শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার
-
রাজনীতিবিদগণ
-
কবি অথবা দণ্ডিত পুরুষ
-
পাক সার জমিন সাদ বাদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত-
Created: 3 months ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
হাসান আজিজুল হক
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হাসান আজিজুল হক তাঁর গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ সমাজচেতনার জন্য পরিচিত। তিনি মূলত একজন কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
উপন্যাসসমূহ:
-
আগুনপাখি
-
সাবিত্রী উপাখ্যান
-
শিউলি
-
বৃত্তায়ন
গল্পগ্রন্থসমূহ:
-
আমরা অপেক্ষা করেছি
-
আত্মজা ও একটি করবী গাছ
-
নামহীন গোত্রহীন
-
পাতালে হাসপাতালে
-
সমুদ্রের স্বপ্ন
-
শীতের অরণ্য
-
জীবন ঘষে আগুন প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago