বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
A
যুক্তরাজ্য
B
পূর্ব জার্মানি
C
স্পেন
D
গ্রিস
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান
-
৬ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান, এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত।
-
১১ জানুয়ারি ১৯৭২: বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একই দিন বুলগেরিয়া চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
১২ জানুয়ারি ১৯৭২: পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
৪ ফেব্রুয়ারি ১৯৭২: যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
১৪ ফেব্রুয়ারি ১৯৭২: ফ্রান্স স্বীকৃতি দেয়।
-
১২ মে ১৯৭২: স্পেন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, প্রথম আলো, নিউইয়র্ক টাইমস

0
Updated: 1 month ago
তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
Created: 1 month ago
A
২০০২
B
২০০৬
C
২০০৯
D
২০১১
বাংলাদেশে তথ্য অধিকার আইন, ২০০৯ মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। এই আইনটি প্রণয়ন ও কার্যকর হওয়ার বিভিন্ন ধাপ নিচের মতো:
-
২৯ মার্চ, ২০০৯: বাংলাদেশ জাতীয় সংসদ দ্বারা তথ্য অধিকার আইন, ২০০৯ পাস করা হয়।
-
৫ এপ্রিল, ২০০৯: মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনটি।
-
৬ এপ্রিল, ২০০৯: আইনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
-
আইনটির ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতিত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর হয়।
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হয়।
তথ্য অধিকার আইন মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।

0
Updated: 1 month ago
কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হন?
Created: 3 weeks ago
A
১৮ জানুয়ারি ১৯৬৯
B
২০ জানুয়ারি ১৯৬৯
C
২২ জানুয়ারি ১৯৬৯
D
২৪ জানুয়ারি ১৯৬৯
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক রূপ নেয়, যেখানে শহীদ আসাদসহ অনেকের আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে তোলে।
-
১৯৬৯-এর গণঅভ্যুত্থান
-
আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন ১৯৬৮ সালের অক্টোবর মাসে শুরু হলেও ১৯৬৯ সালের জানুয়ারিতে তা তুঙ্গে ওঠে এবং মধ্য জানুয়ারিতে পূর্ণ গণআন্দোলনের রূপ নেয়।
-
ছাত্রসংগ্রাম পরিষদ দেশের সকল মৌলিক গণতন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালে অনেকে সে আহ্বানে সাড়া দেন।
-
ছাত্র ও শিক্ষক সমাজ ছাত্রসংগ্রাম পরিষদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
-
আইয়ুব খান পুলিশ, ইপিআর ও সেনাবাহিনী দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা চালান।
-
১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ)-এর নেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হলে আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
-
আন্দোলন আরও চরম আকার ধারণ করে যখন ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনের সময় পুলিশের গুলি ও বেয়নেট চার্জে মৃত্যুবরণ করেন।
-
-
উল্লেখযোগ্য তথ্য
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘এগারো দফা’ প্রণীত হয়।
-
এই আন্দোলনের মাধ্যমেই আইয়ুব খানের পতন ঘটে।
-

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
কৃষি ও বনজ
B
মৎস্য
C
শিল্প
D
স্বাস্থ্য ও সামাজিক সেবা
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশের অর্থনীতির বিভিন্ন খাতের অবদান ও প্রবৃদ্ধির হার নিম্নরূপ:
-
শিল্প খাতের অবদান: ৩৭.৯৫% এবং প্রবৃদ্ধির হার: ৬.৬৬% (সবচেয়ে বেশি)।
-
কৃষি খাতের অবদান: ১১.০২% এবং প্রবৃদ্ধির হার: ৩.২১%।
-
সেবা খাতের অবদান: ৫১.০৪% এবং প্রবৃদ্ধির হার: ৫.৮০%।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-এর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
-
চলতি মূল্যে মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
-
স্থির মূল্যে জিডিপি: ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
-
স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
-
চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,০৬,১৪৪ কোটি টাকা।
-
চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI): ২,৭৮৪ মার্কিন ডলার।
-
মুদ্রাস্ফীতি/মূল্যস্ফীতি: ৯.৭৪%।
-
অর্থনীতির মোট খাত: ১৯টি।

0
Updated: 1 month ago