A
দ্রাবিড়
B
নেগ্রিটো
C
ভোটচীন
D
অস্ট্রিক
উত্তরের বিবরণ
বাঙালি জাতির আদি-জনগোষ্ঠী
বাঙালি জাতি মূলত একটি সংকর জাতি। এর নৃতাত্ত্বিক গঠনে একাধিক জাতিগোষ্ঠীর অবদান থাকলেও অস্ট্রিক জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রাক-আর্য যুগেই ইন্দোচীন অঞ্চল থেকে আসা আদি-অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিকরা বাংলায় বসতি স্থাপন করে। ধীরে ধীরে এই অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে।
পরে তাদের সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণ ঘটে, ফলে বাঙালি জাতি একটি মিশ্র রূপ পায়। ইতিহাসের বিভিন্ন সময়ে আবার ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজসহ অন্যান্য জাতিসত্ত্বার রক্তও বাঙালি জাতিতে যুক্ত হয়েছে।
তবে মূল সত্য হলো—বাংলার আদি জনগোষ্ঠী ছিল অস্ট্রিক ভাষাভাষী।
উৎসঃ সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 6 days ago
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
Created: 1 month ago
A
নেগ্রিটো
B
ভোটচীন
C
দ্রাবিড়
D
অস্ট্রিক
বাঙালি জাতির মূল পরিচয়
-
বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
-
বাঙালি জাতি এক ধরনের মিশ্র জাতি, যার গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রভাব আছে, তবে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে অস্ট্রিক জাতি।
-
প্রাচীনকালে, ইন্দোচীন থেকে আসা অস্ট্রিক জাতি বাংলায় প্রথম বসতি স্থাপন করে, যা আর্য যুগের আগের সময়ের।
-
বাঙালি জাতির প্রধান অংশ এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই গড়ে উঠেছে।
-
এছাড়া, বাঙালি জাতির গঠনে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণ হয়েছে।
-
ইতিহাসের বিভিন্ন সময়ে বাঙালির রক্তে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজসহ অনেক জাতির সংমিশ্রণ ঘটেছে।
-
বাংলার আদি জনগোষ্ঠী মূলত অস্ট্রিক ভাষাভাষী ছিল।
উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago