জাতীয় সংসদের সদস্য পদ বাতিল বলে গণ্য হয় কত কার্যদিবস অনুপস্থিত থাকলে?

Edit edit

A

৬০


B

৬৫

C

৯০

D

৭৫

উত্তরের বিবরণ

img

সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া

  • নিষিদ্ধ অনুপস্থিতি: স্পিকারের অনুমতি ছাড়া একাদিক্রমে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বালিত বলে গণ্য হবে।

  • ৬৭(১) নং সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার কারণসমূহ:
    ১. নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণা করতে ব্যর্থ হওয়া।

    • শর্ত: স্পীকার যথার্থ কারণে মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।
      ২. সংসদের অনুমতি না নিয়ে একাদিক্রমে ৯০ বৈঠক-দিবস অনুপস্থিত থাকা।
      ৩. সংসদ ভেঙে যাওয়া।
      ৪. ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী অযোগ্য হয়ে যাওয়া।
      ৫. ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতি উদ্ভব হওয়া।

  • ৬৭(২) নং অনুচ্ছেদ:

    • সংসদ-সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন।

    • স্পীকার দায়িত্ব পালনে অক্ষম হলে ডেপুটি স্পীকার পত্র প্রাপ্তির সময় থেকে আসন শূন্য গণ্য হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান

Unfavorite

0

Updated: 6 days ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD