'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
উত্তরের বিবরণ
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
-
পূর্ণ নাম: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
-
তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক ছিলেন।
-
মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক হিসেবে নিয়োগ পান।
-
‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি।
-
এছাড়াও তিনি ‘ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
Created: 3 days ago
A
শনিবারের চিঠি
B
রবিবারের ডাক
C
বিজলি
D
বঙ্গদর্শন
'শনিবারের চিঠি' একটি স্যাটায়ারধর্মী সাহিত্যিক পত্রিকা যা বাংলা সাহিত্যে ১৯৩০-৪০ এর দশকে বিশেষ প্রভাব ফেলেছিল। এটি প্রথমে সাপ্তাহিক, পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতো। পত্রিকার মূল লক্ষ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে সমালোচনা করা।
কলকাতার সাহিত্য জগতে এটি উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছিল এবং কল্লোল গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক থাকলেও তৎকালীন সাহিত্যকে উদ্দীপনা জুগিয়েছিল।
-
পত্রিকার প্রাণপুরুষ ছিলেন সজনীকান্ত দাস, যিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনা ও সম্পাদনার সাথে যুক্ত ছিলেন।
-
পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন যোগানন্দ দাস।
-
প্রায় সকল রচনা বেনামে প্রকাশিত হতো।
-
উল্লেখযোগ্য লেখকরা ছিলেন: অবনীন্দ্রনাথ ঠাকুর, রামানন্দ চট্টপাধ্যায়, সুনীতিকুমার চট্টপাধ্যায়, অশোক চট্টপাধ্যায়, সুবিমল রায়, মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, যোগানন্দ দাস, নীরদচন্দ্র চৌধুরী।
-
পত্রিকাটি হাস্যরস ও সমালোচনামূলক সাহিত্য প্রচারের জন্য প্রসিদ্ধ ছিল।

0
Updated: 3 days ago
'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 3 months ago
A
মীর মশাররফ হোসেন
B
মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
C
মোজাম্মেল হক
D
রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
মোজাম্মেল হক ছিলেন মাসিক সাহিত্য পত্রিকা ‘মোস্লেম ভারত’ এর সম্পাদক।
মোস্লেম ভারত সম্পর্কে কিছু তথ্যঃ
-
এটি ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত একটি মাসিক সাহিত্য সাময়িকী।
-
পত্রিকার প্রথম সংখ্যা ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হয়।
-
ধর্ম-বর্ণ নির্বিশেষে খ্যাতিমান লেখকদের লেখা এতে প্রকাশ পেত।
-
প্রতি সংখ্যার প্রথম পাতার উপরের অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী সংকলিত হতো।
-
কাজী নজরুল ইসলামের কবিপ্রতিভার বিকাশে ‘মোস্লেম ভারত’ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
-
কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস ‘বাঁধনহারা’-র প্রথম কিস্তি ‘মোস্লেম ভারত’-এর প্রথম সংখ্যায় প্রকাশিত হয়।
উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
”পূর্বাশা” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 3 weeks ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
বুদ্ধদেব বসু
C
অজিতকুমার দত্ত
D
দীনেশরঞ্জন দাশ
‘পূর্বাশা’ পত্রিকা
-
এটি ছিল একটি মাসিক পত্রিকা।
-
সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
-
প্রকাশকাল: ১৯৩২ সাল।
-
এটি কুমিল্লা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা।
-
টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৪৩ সালে কলকাতা থেকে পুনরায় প্রকাশিত হয়।
-
১৯৫৫ সালে আবার বন্ধ হয় এবং ১৯৭১ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।
অন্যদিকে:
-
দীনেশরঞ্জন দাশ সম্পাদিত পত্রিকা → কল্লোল।
-
বুদ্ধদেব বসু, অজিতকুমার দত্ত সম্পাদিত পত্রিকা → প্রগতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 3 weeks ago