A
রাজশাহী
B
রংপুর
C
সিলেট
D
বগুড়া
উত্তরের বিবরণ
পুণ্ড্র
-
অর্থ: আখ বা ইক্ষু।
-
প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলোর মধ্যে একটি হলো পুণ্ড্র।
-
পুণ্ড্র নামে একটি জনগোষ্ঠীও ছিল।
-
বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা এই পুঞ্জ জনপদটির অন্তর্ভুক্ত ছিল।
-
রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর, যা পরবর্তীতে মহাস্থানগড় নামে পরিচিত হয়।
-
মহাস্থানগড়কে প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ হিসেবে মনে করা হয়।
-
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার অন্যতম সমৃদ্ধ নগরসভ্যতা।
উল্লেখ্য: সিলেট জেলা হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি

0
Updated: 6 days ago