A
মুহূর্তের কবিতা
B
হাতেমতায়ী
C
সিরাজাম মুনীরা
D
সাত সাগরের মাঝি
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, শ্রীপুর, মাগুরা
-
ধরন: মুসলিম পুনর্জাগরণবাদী কবি
-
বিশেষ অর্জন:
-
১৯৪৪ সালে ‘লাশ’ কবিতার মাধ্যমে প্রথম খ্যাতি
-
১৯৬৬ সালে ‘হাতেমতায়ী’ কাব্যরে জন্য আদমজি পুরস্কার
-
১৯৬৬ সালে ‘পাখির বাসা’ শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার
-
প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ)
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা (সনেট সংকলন)
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago
আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দের অন্তর্গত?
Created: 1 week ago
A
মাত্রাবৃত্ত
B
স্বরবৃত্ত
C
ছন্দহীন
D
অক্ষরবৃত্ত
চর্যাপদ
-
ভাষা: চর্যাপদের ভাষাকে বলা হয় ‘সন্ধ্যা’ বা ‘সান্ধ্য ভাষা’, যা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। একে ‘আলো-আঁধারি’ ভাষাও বলা হয়।
-
হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য:
"আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।"
-
ছন্দ: চর্যাপদের পদগুলো প্রাচীন ছন্দে রচিত কি না তা বলা সম্ভব নয়; আধুনিক ছন্দ অনুযায়ী এগুলো মাত্রাবৃত্ত ছন্দে বিবেচিত হয়।

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে দুটি চরিত্রের নাম কী?
Created: 1 week ago
A
বিনোদিনী ও মহেন্দ্র
B
ধুসূদন ও কুমুদিনী
C
সুরেশ ও অচলা
D
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
চোখের বালি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯০৩
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
উল্লেখযোগ্য দিক:
-
বাংলা উপন্যাসে নতুন খাতার প্রবাহ।
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্র-পাত্রীর ব্যবহার।
-
কাহিনির ভার কমিয়ে ব্যক্তিত্ব ও মানসিক সংকটকে কেন্দ্র করে উপন্যাস।
-
-
প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী
-
চরিত্রগত সংক্ষেপ:
-
বিনোদিনী: বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম ও দুঃখের কেন্দ্রবিন্দু
-
আশালতা: মহেন্দ্রের পতিব্রতা স্ত্রী
-
মহেন্দ্র: স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে বিনোদিনীর প্রতি আকর্ষণ
-
অন্য উল্লেখযোগ্য চরিত্রসমূহ
উপন্যাস | প্রধান চরিত্র |
---|---|
বিষবৃক্ষ | নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী |
গৃহদাহ | সুরেশ, অচলা |
যোগাযোগ | মধুসূদন, কুমুদিনী |
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়

0
Updated: 1 week ago
‘শূন্যপুরাণ’ প্রকাশ করেন কে?
Created: 1 week ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
নাগেন্দ্রনাথ বসু
C
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
রাজেন্দ্রলাল মিত্র
‘শূণ্যপুরাণ’
-
রচয়িতা: রামাই পণ্ডিত
-
বিষয়: ধর্মপূজাপদ্ধতি সম্পর্কিত ধর্মীয় তত্ত্বগ্রন্থ
-
সাহিত্যকাল: অন্ধকার যুগ
-
কারো মতে ১৩শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে রচিত।
-
-
ধরন: গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য
-
অধ্যায়: মোট ৫১টি, প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
-
গ্রন্থের ইতিহাস: নামহীন অবস্থায় পাওয়া;
-
বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু ১৩১৪ বঙ্গাব্দে তিনটি পুথি সংগ্রহ করে ‘শূণ্যপুরাণ’ নামে প্রকাশ করেন।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago