In the phrase "Much Ado About Nothing", which word is a determiner?
A
Ado
B
Much
C
About
D
Nothing
উত্তরের বিবরণ
• Correct Answer: খ) Much.
• Much Ado About Nothing.
• Much - এটি একটি Determiner (Quantifier)। এটি "ado" (noun)-এর পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• Ado - এটি একটি noun, অর্থ: হইচই বা কোলাহল।
• About - এটি preposition, adverb, adjective বুঝায়।
• nothing - এটি একটি pronoun, "কোনো কিছু নয়" বোঝাতে ব্যবহৃত।
Source: A Passage to the English Language by SM Zakir Hussain.

0
Updated: 1 month ago
What is the meaning of the phrase "Pull oneself together"?
Created: 3 weeks ago
A
Deceive someone playfully.
B
Recover control of one's emotions.
C
Influence one's connections to gain an advantage.
D
Deceive someone by telling lies
Pull oneself together কথাটির অর্থ হলো নিজের আবেগ বা মনোবল পুনরায় নিয়ন্ত্রণে আনা। এটি এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যখন কেউ চাপ বা হতাশার মধ্যে নিজেকে সামলে নিতে চায়।
-
Pull oneself together
-
English Meaning: recover control of one's emotions
-
Bangla Meaning: আত্মসংবরণ করা
-
-
Other options for comparison:
-
Pull someone’s leg
-
English Meaning: deceive someone playfully / tease someone
-
Bangla Meaning: কারো দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে হাসিতামাশা করা / কাউকে বিরক্ত করা
-
-
Pull strings
-
English Meaning: make use of one's influence and contacts to gain an advantage unofficially or unfairly
-
Bangla Meaning: প্রভাব খাটানো / প্রতিপত্তি জাহির করা
-
-
Pull the wool over someone's eyes
-
English Meaning: deceive someone by telling untruths
-
Bangla Meaning: ধোঁকা দেওয়া
-
-

0
Updated: 3 weeks ago
What does “well-off” mean?
Created: 1 month ago
A
To repair something quickly
B
A type of clothing
C
Sudden destructione
D
The state or condition of being rich
সঠিক উত্তর: খ) The state or condition of being rich
Well-off
-
ইংরেজি অর্থ: rich / the state or condition of being well off; (বর্তমানে) বিশেষ করে ধনসম্পদ, সমৃদ্ধি।
-
বাংলা অর্থ: স্বচ্ছল।
-
উদাহরণ বাক্য: She is well-off and can afford to travel around the world.
-
বাক্যের বাংলা অর্থ: তিনি স্বচ্ছল, তাই বিশ্বভ্রমণ করতে পারেন।

0
Updated: 1 month ago
In a formal letter, what is the term used for the opening phrase such as 'Dear Sir'?
Created: 4 weeks ago
A
Salutation
B
Heading
C
Greeting
D
Body
“Dear Sir” হলো সম্বোধন (salutation), কারণ এটি চিঠির শুরুতে প্রাপককে সম্ভাষণ জানানোর জন্য ব্যবহৃত হয়।
তথ্যগুলো হলো:
-
Heading: চিঠির তারিখ ও ঠিকানা।
-
Salutation: প্রাপকের প্রতি সম্ভাষণ, যেমন Dear Sir।
-
Body: চিঠির মূল বক্তব্য।
-
Closing: বিদায় বা সমাপ্তি বাক্যাংশ, যেমন Yours faithfully।
-
Signature: প্রেরকের নাম বা স্বাক্ষর।
অর্থাৎ, চিঠির শুরুতে প্রাপকের প্রতি সম্ভাষণ জানাতে ব্যবহৃত শব্দ বা বাক্য salutation হিসাবে ধরা হয়।

0
Updated: 4 weeks ago