শিশুতোষ গ্রন্থ 'কুঁচবরণ কন্যা' রচনা করেন কে?
A
সুকুমার সেন
B
সুকুমার রায়
C
বন্দে আলী মিয়া
D
সৈয়দ মুজতবা আলী
উত্তরের বিবরণ
'কুঁচবরণ কন্যা' শিশুসাহিত্য
-
রচয়িতা: বন্দে আলী মিয়া
-
ধরণ: শিশুতোষ গ্রন্থ
-
প্রকাশ বা জন্মকাল: বন্দে আলী মিয়া, ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
রচনার বৈশিষ্ট্য: বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন।
-
অন্যান্য শিশুসাহিত্য রচনা:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
শিয়াল পন্ডিতের পাঠশালা
-
সাত রাজ্যের গল্প
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যরীতিতে রচিত গ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
ইতিহাসমালা
B
লিপিমালা
C
রাজাবলি
D
তোতা ইতিহাস
রাজাবলি গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা এবং বাংলা গদ্য সাহিত্যে প্রাথমিক আধুনিকতার পরিচায়ক। এতে কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধ কাহিনির ভিত্তিতে লেখা হয়েছে এবং গদ্যরীতি আরও সুষ্ঠু ও প্রাঞ্জল রূপ পেয়েছে।
-
রাজাবলি (১৮০৮) গ্রন্থটি আরবি ও ফারসি শব্দবাহুল্য সত্ত্বেও প্রাঞ্জল ভাষার জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য।
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অন্যান্য রচনা:
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলি
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
-
অন্য প্রারম্ভিক গদ্যকার ও তাদের গ্রন্থ:
-
উইলিয়াম কেরি: ইতিহাসমালা (১৮১২)
-
রামরাম বসু: লিপিমালা (১৮০২)
-
চণ্ডীচরণ মুর্শী: তোতা ইতিহাস (১৮০৫)

0
Updated: 3 weeks ago
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম -
Created: 1 month ago
A
দাদাভাই
B
যাযাবর
C
জাবালি
D
বীরবল
বাংলা সাহিত্যে ছদ্মনাম ও প্রকৃত লেখক
ছদ্মনাম | লেখক |
---|---|
যাযাবর | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় |
বীরবল | প্রমথ চৌধুরী |
জাবালি | বিমল মিত্র |
দাদাভাই | রোকনুজ্জামান খান |

0
Updated: 1 month ago
নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 6 days ago
A
প্রেমাংশুর রক্ত চাই
B
কালো মেলা
C
গীনসাবার্গের সঙ্গে
D
ভগলার তীরে
বাংলা আধুনিক কবিতায় গভীর মানবপ্রেম, সামাজিক চেতনা ও রাজনৈতিক বাস্তবতার অনন্য কণ্ঠস্বর হিসেবে নির্মলেন্দু গুণ বিশেষভাবে পরিচিত। তাঁর কবিতায় মানুষের বেঁচে থাকা, প্রেম, সংগ্রাম ও বিপ্লব একাকার হয়ে উঠে আসে। এজন্য তাঁকে প্রায়ই বলা হয় “বাংলাদেশের কবিদের কবি”।
মূল তথ্যসমূহ:
-
নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে।
-
তাঁর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
-
তিনি কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনি ও আত্মজীবনীসহ নানা ধারায় সাহিত্যচর্চা করেছেন।
-
তাঁর কবিতায় দেশপ্রেম, সাধারণ মানুষের জীবন, ন্যায়বোধ ও বিদ্রোহী সত্তা শক্তভাবে প্রতিফলিত হয়েছে।
রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
রচিত ভ্রমণকাহিনি:
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে
রচিত কিশোর উপন্যাস:
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন

0
Updated: 6 days ago