A
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
B
মুক্তিযুদ্ধ
C
ভাষা আন্দোলন
D
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
উত্তরের বিবরণ
চিলেকোঠার সেপাই
-
রচয়িতা: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরন: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
কাহিনি: চিলেকোঠার ছোট্ট ঘরে বাস করলেও, স্বাধীনতার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের সঙ্গে ওসমানের সংযোগের গল্প
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলা, গোহাটি গ্রাম
-
পরিচিতি: কথাসাহিত্যিক
রচিত গ্রন্থসমূহ
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খােয়াবনামা
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা সংকলন কোনটি?
Created: 1 week ago
A
চয়নিকা
B
গল্পগুচ্ছ
C
সঞ্চিতা
D
সঞ্চয়িতা
‘চয়নিকা’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
প্রথম রচনা সংকলন; প্রকাশকাল: ১৯০৯ খ্রিষ্টাব্দ।
-
প্রকাশক ও মুদ্রক: এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
-
প্রথম সংস্করণে কবিতার সংখ্যা: ১৩০ টি।
-
জনপ্রিয়তা নির্ধারণের জন্য:
-
১৯২৪ সালে বিশ্বভারতী গ্রন্থালয় থেকে ২০০টি কবিতা বেছে নেওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়।
-
৩২০ জন পাঠক এতে অংশ নেন; তাঁদের ভোট অনুযায়ী কবিতাগুলির জনপ্রিয়তা নির্ধারণ করা হয়।
-
-
১৯২৫ সালের সংস্করণটি এই লোকপ্রিয়তা অনুযায়ী সংকলিত হয়।

0
Updated: 1 week ago
বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
Created: 2 weeks ago
A
ব্র্যাক ব্যাংক
B
ব্যাংক এশিয়া
C
ইস্টার্ন ব্যাংক
D
ডাচ বাংলা ব্যাংক
বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড – বাংলাদেশ
-
প্রবর্তক: ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ডের সহযোগিতায়
-
প্রবর্তনের তারিখ: ৫ জুলাই, ২০২৫
-
উদ্বোধক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর
-
প্রযুক্তি সরবরাহকারী: IDEX Biometrics, Kona I, Infineon Technologies
-
বিশেষত্ব:
-
পিন বা স্বাক্ষরের প্রয়োজন নেই
-
গ্রাহকের তথ্য সরাসরি কার্ডে সংরক্ষিত
-
হোমকিট ব্যবহার করে ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন
-
মাস্টারকার্ডের আইডেন্টিটি থেফট প্রোটেকশন প্রযুক্তি দিয়ে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত
-
-
উদ্দেশ্য: গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও অপব্যবহার রোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা

0
Updated: 2 weeks ago