আবু জাফর শামসুদ্দীনের সম্পাদনায় কোন পত্রিকাটি প্রকাশিত হয়?
A
নয়া সড়ক
B
ক্রান্তি
C
কণ্ঠস্বর
D
অগত্যা
উত্তরের বিবরণ
'নয়া সড়ক' পত্রিকা
-
ধরণ: বার্ষিক সাহিত্যপত্র
-
প্রকাশের সাল: ১৯৪৮
-
প্রথম সম্পাদক: আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলি
-
বিশেষত্ব:
-
১৯৪৭ সালের ভারত ভাগের পর স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত।
-
মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হত।
-
আজ ‘দুষ্প্রাপ্য’ হিসেবে বাংলা একাডেমীতে সংরক্ষিত।
-
-
নামকরণের তাৎপর্য: নতুনের দিকে যাত্রার প্রত্যাশা প্রকাশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
"বাংলাদেশ" কবিতা কার লেখা?
Created: 1 month ago
A
জসীম উদ্দীন
B
অমিয় চক্রবর্তী
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
কাজী নজরুল ইসলাম
অমিয় চক্রবর্তী এবং ‘বাংলাদেশ’ কবিতা
-
কবিতার রচয়িতা: অমিয় চক্রবর্তী
-
জন্ম: ১৯০১ সালের ১০ এপ্রিল, হুগলীর শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ
-
মৃত্যু: ১৯৮৬ সালের ১২ জুন, শান্তিনিকেতন
-
পেশা ও অবদান: কবি, গবেষক, শিক্ষাবিদ; রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব
-
বিশেষত্ব: পঞ্চকবির মধ্যে একজন, স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে ‘বাংলাদেশ’ কবিতা রচনা
-
সম্মাননা ও পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার, পদ্মভূষণ (১৯৭০)
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ
-
-
গদ্য রচনা:
-
চলো যাই
-
সাম্প্রতিক
-
পুরবাসী
-
পথ অন্তহীন
-
-
কবিতার বিষয়বস্তু: স্বাধীনতা ও জাতীয় চেতনার উজ্জীবিত প্রকাশ

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
ষান্মাসিক
B
স্নেহাষ্পদ
C
নির্নীমেষ
D
পূর্বাহ্ণ
প্রমিত বাংলা বানানের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেখানে উপসর্গ ও প্রত্যয়ের সংযোগে ধ্বনিগত পরিবর্তন ঘটে। সেই নিয়ম অনুযায়ী ‘অহ্ন’ প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়।
-
তৎসম শব্দে ‘অপর, পরা, পূর্ব, প্রা’ ইত্যাদি উপসর্গের সঙ্গে ‘অহ্ন’ প্রত্যয় যুক্ত হলে, ‘অহ্ন’ শব্দের দন্ত্য ‘ন’ পরিবর্তিত হয়ে মূর্ধন্য ‘ণ’ হয়।
যেমন: অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ। -
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, শুদ্ধ বানান হলো ‘পূর্বাহ্ণ’।

0
Updated: 2 weeks ago
আলাউদ্দিন আল আজাদের কবিতা 'স্মৃতিস্তম্ভ' কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 3 weeks ago
A
জীবনজামিন
B
মানচিত্র
C
ধানকন্যা
D
ভোরের নদীর মোহনায় জাগরণ
আলাউদ্দীন আল আজাদ — ‘স্মৃতিস্তম্ভ’ কবিতা
-
গ্রন্থ: ‘মানচিত্র’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
কবিতার সংক্ষিপ্ত রূপ:
স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
আলাউদ্দীন আল আজাদ (৬ মে ১৯৩২ – ২০০৯)
-
জন্মস্থান: নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রাম।
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: গল্পগ্রন্থ ‘জেগে আছি’ (১৯৫০)।
-
চলচ্চিত্রায়িত উপন্যাস: ‘তেইশ নম্বর তৈলচিত্র’ → ‘বসুন্ধরা’, জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ।
সাহিত্যকর্মসমূহ:
-
উপন্যাস:
-
তেইশ নম্বর তৈলচিত্র
-
শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
-
কর্ণফুলী
-
ক্ষুধা ও আশা
-
খসড়া কাগজ
-
স্বপ্নশিলা
-
বিশৃঙ্খলা
-
-
কাব্যগ্রন্থ:
-
মানচিত্র
-
ভোরের নদীর মোহনায় জাগরণ
-
-
গল্পগ্রন্থ:
-
জেগে আছি
-
মৃগনাভি
-
ধানকন্যা
-
যখন সৈকত
-
অন্ধকার সিঁড়ি
-
জীবনজামিন
-
আমার রক্ত স্বপ্ন আমার
-

0
Updated: 2 weeks ago