'সংস্কৃতির সংকট' গ্রন্থটি রচনা করেন কে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বদরুদ্দীন উমর
C
ড. আহমদ শরীফ
D
কাজী মোতাহার হোসেন
উত্তরের বিবরণ
বদরুদ্দীন উমর
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
পেশা: অধ্যাপক ও রাজনীতিক
-
সম্পাদনা: ‘সংস্কৃতি’ সাময়িকী
প্রকাশিত প্রধান গ্রন্থসমূহ
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি
-
সংস্কৃতির সংকট
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়শিপ- ২০২৫ এর শিরোপা জয়ী দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
নেপাল
B
ভারত
C
বাংলাদেশ
D
পাকিস্তান
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৫
-
আয়োজন: ১১–২১ জুলাই ২০২৫, ঢাকা।
-
চ্যাম্পিয়ন: বাংলাদেশ
-
ফাইনাল ম্যাচ: বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা
-
ফলাফল: বাংলাদেশ ৪–০ নেপাল
-
বাংলাদেশের চারটি গোলের সবটি করেছেন মোসাম্মৎ সাগরিকা।
-
মোট ম্যাচ: ৬
-
অর্জিত পয়েন্ট: ১৮
-
এটি বাংলাদেশের পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হওয়া।
-
-
রানার্সআপ: নেপাল, ১২ পয়েন্ট
-
তৃতীয় স্থান: ভুটান, ৬ পয়েন্ট

0
Updated: 2 months ago
’আমি আজ জ্বর জ্বর বোধ করছি।’-এ বাক্যে ’জ্বর জ্বর’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
কালের বিস্তার
B
পৌন:পুনিকতা
C
সামান্য
D
আধিক্য
বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দ হলো সেই শব্দ, পদ বা অনুকার শব্দ যা পরপর দুইবার ব্যবহৃত হলে সম্প্রসারিত বা ভিন্ন অর্থ প্রকাশ করে। একবার ব্যবহৃত হলে তা সাধারণ অর্থ বহন করে, কিন্তু দুইবার ব্যবহারে অর্থের প্রসার ঘটে।
-
সামান্য অর্থে:
-
উদাহরণ: আমি আজ জ্বর জ্বর বোধ করছি।
-
-
আধিক্য অর্থে:
-
উদাহরণ: রাশি রাশি ধন, ধামা ধামা ধান।
-
-
পরস্পরতা বা ধারাবাহিকতা অর্থে:
-
উদাহরণ: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
-
-
ক্রিয়া বিশেষণ অর্থে:
-
উদাহরণ: ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
-
উৎস:

0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ জাতীয় কাব্য কোনটি?
Created: 1 month ago
A
ব্রজাঙ্গনা
B
মেঘনাদবধ
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
'ব্রজাঙ্গনা' কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬১
-
বিষয়: রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য
-
ধরণ ও রচনা:
-
'ওড্' জাতীয় গীতিকবিতা
-
দুই খণ্ডে রচনার পরিকল্পনা: বিরহ ও মিলন (মিলন খণ্ড অসম্পূর্ণ)
-
-
নায়িকা: রাধা
-
মধুসূদন দত্তের মন্তব্য: ‘Poor Old Mrs. Radha of Braja’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago