A
The ordinary members
B
Difficulty
C
Miscellaneous articles
D
Contrary things
উত্তরের বিবরণ
Idiom: Odds and ends
-
Meaning: Miscellaneous articles
-
Bangla Meaning: টুকিটাকি; ছোটখাটো জিনিস
Explanation:
-
“Odds and ends” refers to various small items of different kinds, usually of little importance or value.
Contrast:
-
Rank and file: Ordinary members of an organization as opposed to its leaders (সাধারণ স্তরের সদস্যরা)।
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 6 days ago
Sidney says that poetry was the first kind of:
Created: 3 months ago
A
Music
B
Learning
C
Government
D
Drama
Sidney বলেন, কবিতা ছিল প্রথম ধরনের শিক্ষা। প্রাচীনকাল থেকে মানুষ কবিতার মাধ্যমে জ্ঞান শিখত এবং তা অন্যদের শিখাত। কবিতার মাধ্যমে ভাষা ও সংস্কৃতি বিকশিত হয়। তাই কবিতা শিক্ষা ও জ্ঞান প্রচারের প্রথম মাধ্যম ছিল। Sidney দেখান যে, কবিতা শুধু মজা করার জন্য নয়, বরং মানুষের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

0
Updated: 3 months ago
Which is the correct spelling?
Created: 1 week ago
A
Quorum
B
Quorumme
C
Quorom
D
Quoram
The correct answer is - ক) Quorum.
• Quorum (Noun)
- English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made.
- Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
• Synonyms:
- Attendance (উপস্থিতি),
- Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন),
- Assemblage (সমাবেশ),
- Gathering (জমায়েত),
- Meeting (সভা)।
• Antonyms:
- Absence (অনুপস্থিতি),
- Non-attendance (অনুপস্থিতি),
- Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব),
- Insufficient (অপর্যাপ্ত),
- Deficient (ঘাটতি)।
• Other Forms:
- Quorate (adjective)
• Example Sentence:
- If a quorum is not present, the meeting must be adjourned.
- Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.

0
Updated: 1 week ago
What lesson does Charlotte Lucas’s marriage give?
Created: 20 hours ago
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।

0
Updated: 20 hours ago