'বিশ শতকের মেয়ে' - নীলিমা ইব্রাহীম রচিত কোন ধরনের রচনা?
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
নাটক
D
উপন্যাস
উত্তরের বিবরণ
'বিশ শতকের মেয়ে' উপন্যাস
-
লেখক: নীলিমা ইব্রাহীম
-
ধরন: উপন্যাস
নীলিমা ইব্রাহীম
-
জন্ম: ১৯২১, ফকিরহাট, বাগেরহাট
-
পেশা: শিক্ষাবিদ
-
কার্যক্রম:
-
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক নারী-উন্নয়ন, সমাজকল্যাণ ও বুদ্ধিবৃত্তিক সংস্থার সঙ্গে যুক্ত
-
উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা
-
রচিত সাহিত্যকর্ম
উপন্যাস:
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
নাটক:
-
দুয়ে দুয়ে চার
-
যে অরণ্যে আলো নেই
-
রোদ জ্বলা বিকেল
-
সূর্যাস্তের পর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
হুমায়ূন আহমেদের কোনটি চলচ্চিত্র নয়?
Created: 1 month ago
A
আগুনের পরশমণি
B
দুই দুয়ারী
C
এইসব দিনরাত্রি
D
নন্দিত নরকে
এইসব দিনরাত্রি হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নয়।
- এটি হুমায়ূন আহমেদের রচনায় তৈরি পারিবারিক নাটক।
হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২):
- হুমায়ূন আহমেদ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং শিক্ষক।
- তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনে তিনি ‘নন্দিত নরকে’ শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাস রচনা করেন, যা ১৯৭২ সালে লেখা এবং গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসটি বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
গ্রন্থ সংখ্যা ও ধরণ:
হুমায়ূন আহমেদের রচনা অন্তর্ভুক্ত গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ এবং আত্মজৈবনিক রচনা, যা মোট তিন শতাধিক।
চলচ্চিত্র নির্মাণ:
- হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও সফল ছিলেন।
- তাঁর প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ (১৯৯৫) এবং শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২)।
- এছাড়া, রয়েছে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী।
- উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ‘শ্যামল ছায়া’ রয়েছে, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।

0
Updated: 1 month ago
"মহারাজের জয় হোক।" - কোন ধরনের বাক্য?
Created: 2 weeks ago
A
বিবৃতিমূলক
B
অনুজ্ঞাসূচক
C
প্রার্থনাসূচক
D
আবেগবাচক
"মহারাজের জয় হোক।" — এটি একটি প্রার্থনাসূচক বাক্য।
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য হলো এমন বাক্য যেখানে ইচ্ছা, প্রার্থনা বা উচ্ছ্বাস প্রকাশ পায়। একে ইচ্ছাসূচক বা ইচ্ছাবোধক বাক্যও বলা হয়।
যেমন—
-
মহারাজের জয় হোক।
-
আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
(উৎস:

0
Updated: 2 weeks ago
কাজী নজরুল ইসলাম নিচের কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 3 weeks ago
A
কল্লোল
B
বিজলী
C
দৈনিক নবযুগ
D
মোসলেম ভারত
কাজী নজরুল ইসলাম সাংবাদিকতাতেও সক্রিয় ছিলেন এবং কিছু পত্রিকার সম্পাদক ও পরিচালকের ভূমিকায় ছিলেন। তিনি কমরেড মুজাফ্ফর আহমদ এর সঙ্গে যৌথভাবে ‘দৈনিক নবযুগ’ পত্রিকা সম্পাদনা করেছেন।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা:
-
ধূমকেতু – ১৯২২ সালে প্রকাশিত।
-
লাঙ্গল – ১৯২৫ সালে প্রকাশিত; পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
অন্য পত্রিকাগুলো ও তাদের সম্পাদক:
-
বিজলী – সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।
-
মোসলেম – ১৯২৮ সালে প্রকাশিত; সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
-
কল্লোল – সম্পাদনা করেছেন দীনেশ রঞ্জন দাশ।
উৎস:

0
Updated: 3 weeks ago