‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
উত্তরের বিবরণ
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
নিচের কোনটি জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ?
Created: 2 weeks ago
A
রাখালী
B
ধানখেত
C
নক্সী কাঁথার মাঠ
D
সোজন বাদিয়ার ঘাট
‘রাখালী’ জসীম উদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ, যা বাংলা পল্লিসাহিত্যের এক অমূল্য সংযোজন। কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে এবং এতে মোট ১৯টি কবিতা সংকলিত রয়েছে। এই কাব্যের অন্তর্গত বিখ্যাত কবিতা ‘কবর’, যা জসীম উদ্দীনকে জনমানসে বিশেষভাবে পরিচিত করে তোলে। তাঁর কবিতায় গ্রামীণ জীবনের সরলতা, ভালোবাসা, দুঃখ-বেদনা এবং মানবিক আবেগ অত্যন্ত জীবন্তভাবে প্রকাশ পেয়েছে।
জসীম উদ্দীন ছিলেন একাধারে কবি, শিক্ষাবিদ ও পল্লিসাহিত্যের সংগ্রাহক। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি লোকসাহিত্য সংগ্রহের মাধ্যমে বাংলার গ্রামীণ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরেন। তাঁর কবিতা ও গদ্যে গ্রামের মানুষের জীবন, প্রেম ও সংগ্রাম বাস্তবভাবে ফুটে উঠেছে। এজন্যই তাঁকে বলা হয় ‘পল্লিকবি’ জসীম উদ্দীন।
জসীম উদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
Created: 1 month ago
A
আমজাদ হোসেন
B
হুমায়ূন আহমেদ
C
শওকত ওসমান
D
সৈয়দ শামসুল হক
‘আগুনের পরশমণি’ উপন্যাস
-
লেখক: হুমায়ূন আহমেদ
-
বিষয়: মুক্তিযুদ্ধ
-
প্রকাশকাল: ১৯৮৬
-
কাহিনী সংক্ষিপ্ত: উপন্যাসটি ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের পরিস্থিতি তুলে ধরে। গল্পের শুরু হয় যখন একজন অজানা গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে ভদ্রলোক মতিন সাহেব আশ্রয় দেন।
-
বিশেষত্ব: মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ ও শহরের পরিস্থিতি চিত্রিত করা হয়েছে।
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে (মাতামহের বাড়ি)
-
পৈত্রিক স্থান: কুতুবপুর, কেন্দুয়া, নেত্রকোনা
-
পরিবার: পিতা – ফয়জুর রহমান আহমেদ, মা – আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ)
-
মৃত্যু: ২০১২
হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য উপন্যাস
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস নয়?
Created: 2 weeks ago
A
লালসালু
B
চাঁদের অমাবস্যা
C
বহিপীর
D
কাঁদো নদী কাঁদো
সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। তিনি ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মিসেস মেরি সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন, এবং পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।
-
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
-
উপন্যাসসমূহ:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
-
গল্পগ্রন্থসমূহ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
-

0
Updated: 2 weeks ago