A
Terminator
B
Topic sentence
C
Body
D
Heading
উত্তরের বিবরণ
Paragraph Structure
-
Note: Heading is not a part of a paragraph; it belongs to a letter.
-
A paragraph can be divided into three main parts:
-
Beginning (Topic Sentence):
-
The first sentence of the paragraph.
-
Should be engaging and introduce the main idea.
-
-
Body:
-
Includes all sentences between the first and the last.
-
Develops and supports the main idea of the paragraph.
-
-
End (Terminator):
-
The final sentence that completes the paragraph’s thought.
-
Provides a sense of closure and emphasizes the main idea.
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 6 days ago
'You' is -
Created: 1 week ago
A
Personal pronoun
B
Demonstrative pronoun
C
Relative pronoun
D
Indefinite pronoun
Personal Pronoun:
-
সংজ্ঞা: কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়।
-
Examples: I, you, they, we, he, she, me, him, us
Pronoun-এর ৮টি প্রকার:
-
Personal pronoun: I, we, me, it, you, he, she, they, him, us
-
Demonstrative pronoun: this, that, these, those
-
Interrogative pronoun: what, who, which, whom
-
Relative pronoun: who, whom, whose, which, that
-
Indefinite pronoun: one, none, some, any, all, many, few, several
-
Distributive pronoun: each, every, either, neither
-
Reflexive pronoun: myself, yourself, himself, herself, itself, ourselves, themselves
-
Reciprocal pronoun: each other, one another

0
Updated: 1 week ago
Societies living in the periphery are always ignored. Here the underlined word means-
Created: 1 week ago
A
offshore areas
B
marginal areas
C
remote places
D
backward regions
Periphery
English Meaning: The outer edge or boundary of an area or object; or a secondary/marginal position in a group, field, or activity.
Bangla Meaning: বাহ্যসীমা, চৌহদ্দি, পরিধি, উপরের সীমা বা পরিবেশ।
উদাহরণে ব্যবহৃত অপশনগুলোর অর্থ:
-
offshore areas – উপকূলীয় এলাকা
-
marginal areas – প্রান্তিক এলাকা
-
remote places – দূরবর্তী স্থান
-
backward regions – পশ্চাৎপদ অঞ্চল
সুতরাং, “Societies living in the periphery are always ignored” – এই বাক্যে ‘periphery’ শব্দের অর্থ হলো: প্রান্তিক এলাকা (marginal areas)।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy; Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 1 week ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 week ago